ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভুবনেশ্বর নয় টি-টোয়েন্টির সেরা বোলারের নাম জানালেন মাঞ্জরেকার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৪ ২১:১২:২৯
ভুবনেশ্বর নয় টি-টোয়েন্টির সেরা বোলারের নাম জানালেন মাঞ্জরেকার

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিইয়ান্সের ম্যাচের শেষ ওভারের ঘটনা। শেষ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। ওডেন স্মিথ বোলিংয়ে এসে মাত্র ৯ রান খরচ করে নেন তিন উইকেট নিয়ে পাঞ্জাবকে ম্যাচ জেতান। শেষ ওভারের তিন উইকেটসহ মোট চার উইকেট নিয়েছেন স্মিথ।

যদিও এই ম্যাচে স্মিথের চেয়ে কার্যকরী বোলিং করেছেন আর্শদীপ। এমনটাই মনে করেন মাঞ্জরেকার। বাঁহাতি এই পেসার ৪ ওভারে বোলিং করে ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও ডেথ ওভারে বুদ্ধিদ্বীপ্ত বোলিং করেছেন। তাই তাকে নিয়েও আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেছেন, 'সবাই স্মিথের চার উইকেট নিয়ে আলাপ-আলোচনা করছে। কিন্তু কেউ আর্শদীপ নিয়ে কোনো কথা বলছে না। সে (আর্শদীপ) ১৮ তম ওভার বোলিং করতে এসে মাত্র ৫ রান দেয়। তখন উইকেটে ছিল সূর্যকুমার যাদব। সূর্যকুমারের মতো ব্যাটার তাকে হিট করে খেলতে পারেনি। এ কারণে সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।'

আর্শদীপকে ভারতীয় টি-টোয়েন্টি দলের জন্যও বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি। টি-টোয়েন্টিতে তার বোলিং ভুবনেশ্বরের চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার। বর্তমানে ভারতের সেরা ৫ পেসারের মধ্যেও আর্শদীপকে দেখছেন তিনি।

মাঞ্জরেকারের ভাষ্য, 'ভারত ভুবনেশ্বরকে নিয়মিত খেলিয়ে যাচ্ছে। তবে সে (আর্শদ্বীপ) ভুবনেশ্বরের চেয়ে টি-টোয়েন্টিতে ভালো পেসার। সে বর্তমানে ভারতের সেরা পাঁচ বোলারের একজন।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ