ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

পাকিস্তানকে অলআউট করে বড় লিডের পথে শ্রীলঙ্কা, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৬ ১৯:৩৯:৩৪
পাকিস্তানকে অলআউট করে বড় লিডের পথে শ্রীলঙ্কা, দেখেনিন সর্বশেষ স্কোর

এর আগে পাকিস্তানকে তাদের প্রথম ইনিংসে ২৩১ রানে গুঁড়িয়ে দিয়েছে লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন অভিষিক্ত আঘা সালমান। বল হাতে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার রমেশ মেন্ডিস।

আগেরদিন ৭ উইকেটে ১৯১ নিয়ে খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ এর সঙ্গে আরও ৪০ রান যোগ করেছে তাদের লেজের সারির ব্যাটাররা। ইয়াসির শাহ ২৬ ও নোমান আলি ২১ রান করলে শ্রীলঙ্কার চেয়ে ১৪৭ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ হয় সফরকারীদের।

এরপর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ইনিংসের শেষের দিকে লম্বা সময় মাঠের বাইরে থাকায় ইনিংস সূচনা করতে পারেননি অধিনায়ক দিমুথ করুনারাত্নে। তাকে নামতে হয়েছে ইনিংস শুরুর প্রায় দুই ঘণ্টা পর।

অধিনায়কের অনুপস্থিতিতে খুব একটা ভালো করতে পারেনি লঙ্কান টপঅর্ডার। নিরোশান ডিকভেলা ১৫, ওশাদা ফার্নান্দো ১৯, কুশল মেন্ডিস ১৫, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৫ ও দিনেশ চান্দিমাল ২১ রান করে আউট হলে ১১৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

সেখান থেকে পাল্টা আক্রমণ করেন করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভা। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হওয়ার আগে ১৫ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ রান যোগ করেছেন তারা। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট ১৭৬ রান। করুনারাত্নে ২৭ ও ধনঞ্জয় ৩০ রানে অপরাজিত রয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ