ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পেস ডিপার্টমেন্ট উন্নতি করছে: তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৭ ১১:৪৬:২৮
পেস ডিপার্টমেন্ট উন্নতি করছে: তাসকিন

মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতা সহজ হবে না। তবে গত দুই বছর ধরে পেস ডিপার্টমেন্ট কিন্তু মাশাআল্লাহ্ উন্নতি করছে। এসময় পেস ডিপার্টমেন্ট নিয়ে আশার কথাও জানিয়ে গেলেন তাসকিন।

তিনি বলেন, ‘গত দুই বছর ধরে পেস ডিপার্টমেন্ট কিন্তু মাশাআল্লাহ্ উন্নতি করছে। এখনও আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারিনি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আগের চেয়ে ভালো অবস্থানে আছি।’

সিরিজ নিয়ে তাসকিন জানান, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন সময় দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’

গতবছর ব্যক্তিগতভাবে সিরিজটি ভালো কাটেনি তাসকিনের। দুই ম্যাচে সুযোগ পেয়ে ৬ ওভারে খরচ করে বসেন ৫৬ রান, পাননি কোনো উইকেটের দেখা। এবার সেরাটা দেওয়ার চেষ্টার কথা জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- ওটাই আর কি।’

সোহানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাসকিন বলেন, ‘আশা করি সে অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে। যদি আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেখানেও সে ভালো করবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ