ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য: তাই বলে ২৪ বলে ২৪ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৭ ১৬:০৯:৩৩
অবিশ্বাস্য: তাই বলে ২৪ বলে ২৪ উইকেট

তবে এরমধ্যে রশিদের প্রশংসা করতে গিয়ে শাদাব খান জানিয়েছেন, রশিদ এমনই এক প্রতিভা, যে কিনা একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।

জিও টিভিতে নিজের সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা আমার ফেভারিট লেগ স্পিনার। রশিদ খান এতটাই প্রতিভাবান লেগস্পিনার যে, একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলের স্পেলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে। রশিদ খানের হাত থেকে বল বেরুলে সেটা খেলা খুব কঠিন।’

শাদাবের চোখে রশিদের শ্রেষ্ঠত্বের প্রমাণ অবশ্য পরিসংখ্যান দিয়েও প্রমাণ করা যায়। রশিদ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬১ ম্যাচে ১৩ গড়ে ১০৯ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ১২ বলে একটা করে উইকেট শিকার করেন রশিদ। যেখানে ৩ রানের বিনিময়ে ৫ উইকেট সেরা।

কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয় সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩৬ ম্যাচে সাড়ে ১৭ গড়ে ৪৬৬ উইকেট পেয়েছেন রশিদ। যেখানে তার স্ট্রাইক রেট মাত্র সাড়ে ১৬।

বল হাতে অবশ্য পাকিস্তানের শাদাব খানও দারুণ সফল। আন্তর্জাতিকে ৬৪ ম্যাচে ২১.৭৯ গড়ে ৭৩ উইকেট শাদাবের। সব ধরনের টি-টোয়েন্টিতেও ২০০ ম্যাচে ২২৬ উইকেট আছে এই পাকিস্তানি লেগ স্পিনারের নামে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ