ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আমার কারণে শেহজাদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল: আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৭ ২০:২২:৪৭
আমার কারণে শেহজাদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অবশ্য মনে করেন তার কারণেই লক্ষ্যবস্তু করা হয়েছিল আফ্রিদিকে। তার তার অধিনায়কত্বের সময় বাজে পারফরম্যান্সের পরও একের পর এক সুযোগ পেয়েছিলেন শেহজাদ। পরবর্তীতে এই কারণেই রোষানলে পড়তে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, 'আমার কারণেই শেহজাদকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। কারণ আমি তাকে অনেক সাপোর্ট দিয়েছি। আমি তাকে অনেক সুযোগ দিয়েছিল। এটাই পরবর্তীতে তার দিকে নেতিবাচকভাবে ফিরে এসেছে যখন আমি অধিনায়কত্ব ছেড়েছি। তারা হয়তো ভেবেছিল আমি সে আমার পছন্দের।'

২০১৯ সালে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছেন শেহজাদ। এরপর বাজে ফর্ম আর ইনজুরির কারণে দলকে ছিটকে যান। ২০১৭ সালের পর পাকিস্তানের হয়ে ওয়ানডে আর টেস্টও খেলা হয়নি এই ওপেনিং ব্যাটারের। আফ্রিদি জানিয়েছেন তার সময় শেহজাদের মতো সামর্থ্যের মতো কোনো ওপেনার ছিল না পাকিস্তানে।

সাবেক এই পাকিস্তানি অধিনায়ক বলেন, 'আমি তাকে সমর্থন যুগিয়েছি অনেক কারণ আমি তার মতো সামর্থ্যের কোনো ওপেনার পাচ্ছিলাম না পাকিস্তানে। সে ভালো পারফরম্যান্সও করছিল। অবশ্যই সে সব ম্যাচে পারফর্ম করেনি। কিন্তু সে আমার জন্য সবার লক্ষ্যবস্তু হয়েছিল।'

অবশ্য আফ্রিদির এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন শেহজাদ নিজেই। তিনি আফ্রিদিকে বলেছেন, 'শাহীদ ভাই, শুনুন। আমি জানি না আপনি কেন এটা বলেছেন। আপনি আমার কাছে বড় ভাইয়ের মতো। আপনি আমাকে যেকোনো কিছু বলতে পারেন। মাঝে মাঝে এগুলো আমাকে কষ্ট দেয়। কিন্তু তবুও আপনি আমার বড় ভাইয়ের মতো।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ