ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বেয়ারস্টো-মইনের ব্যাটিং ঝড়ে সর্বোচ্চ ছক্কায় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৮ ০৯:৫৭:৪৭
বেয়ারস্টো-মইনের ব্যাটিং ঝড়ে সর্বোচ্চ ছক্কায় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড

প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ইংলিশদের নিজেদের মাঠে সর্বোচ্চ সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই ইংল‍্যান্ডের সর্বোচ্চ রান। এই ইনিংসে ইংলিশরা ২০ ছক্কা হাঁকিয়েছে। যা তাদের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

রেকর্ড গড়া সংগ্রহ এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান বেয়ারস্টোর। আট ছক্কা ও তিন চারে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তিনি থামেন ৯০ রানে। এছাড়াও ঝড় তুলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন মইন আলী৷ মাত্র ১৬ বলে ৫০ করে ইংল্যান্ডর হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মইন। তিনি আউট হন ৫২ রানে।

২৩৫ রানের পাহাড় টপকাতে নেমে ৩ রানে প্রথম ও ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দলের বিপর্যয় সামাল দেন রেজা হেনড্রিকস ও হেনরিক ক্লাসেন। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন দুইজন। ক্লাসেন ২০ রানে আউট হল ভাঙে তাদের এই পার্টনারশিপ। দশম ওভারে হেনড্রিকসকে বিদায় করেন মঈন। প্রোটিয়া ওপেনার ৩৩ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ৫৭ রান।

এরপর প্রায় একাই প্রতিরোধ গড়েন স্টাবস। ১৯ বলে পঞ্চাশ ছুঁয়ে দলকে লড়াইয়ে রাখেন তিনি। তবে তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া ডেভিড মিলার। ১৮৪ রানের মাথায় স্টাবস ২৮ বলে ২টি চার ও ৮ ছক্কায় সর্বোচ্চ ৭২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। এতে ৪১ রানে জয় নিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ