ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৯ ২১:২৪:০৪
ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ

শিহাবের স্পিন ঘূর্ণিতে ভারতের আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ৯ সেশনের খেলায় প্রায় সাড়ে ৫ সেশন হাতে রেখেই ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন শিহাব।

প্রথম ৩ দিনের ম্যাচে গতকাল বৃহস্পতিবার আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৭৭ রান তোলে আসাম। বোলিংয়ে একাই ৪ উইকেট নেন শিহাব। যেখানে ১০ ওভারে ৫ মেডেনের সাহায্যে মাত্র ১৭ রান দেন।

পরে নিজেদের প্রথম ইনিংসে হাসানুরজ্জামানের ৬২ আর আব্দুল্লাহর ৪২ রানের সুবাদে ১৭৭ রান তোলে বাংলাদেশ। এতে ৮০ রানের লিড পায় সফরকারীরা।

বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আসাম। ৮০ রান করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের। এবার রাতুল ৪টি ও শিহাব, তামিম আর রাজিন নেন ২টি করে উইকেট। ৪ রানের লক্ষ্য পেয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ