ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এক বুক সাহস নিয়ে জিম্বাবুয়ে কঠিন বার্তা দিলেন অধিনায়ক সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩০ ১০:৪৬:১২
এক বুক সাহস নিয়ে জিম্বাবুয়ে কঠিন বার্তা দিলেন অধিনায়ক সোহান

নুরুল হাসান সোহানের নেতৃত্বে নতুন একটি দল নিয়ে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আগে আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক সোহান। সেখানেই তিনি জয়ের জন্য আসার কথা ব্যক্ত করেন জোরালোভাবে।

সোহান বলেন, “যদি বলেন হ্যাঁ, আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি।”

জিম্বাবুয়ে সিরিজের বিশ্রামে দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল।

“অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমরা ৬-৭ বছর ধরেই খেলছি। অভিজ্ঞরা আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি।”

আগ্রাসী হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতা হিসেবে সোহানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দ। এ জন্য কয়েকজনকে ছাপিয়ে নেতা হিসেবে সোহান টিকে গেছেন। সোহানও জানিয়েছেন তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সেরাটা দিয়েই স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে চান।

“প্রথমত আমি কোনো অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেয়ার জন্য সবাই খুব আগ্রহী। আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে। তাদের কন্ডিশনে তারা অবশ্যই ভালো দল। কিন্তু আমি আমার দল নিয়ে খুশি। ভালো একটা সিরিজ হবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন শীর্ষে থেকে শেষ করতে পারি”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ