ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কমনওয়েলথের টেবিল টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩০ ১৫:০৬:২৩
কমনওয়েলথের টেবিল টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশ

বার্মিংহামে দলগত ইভেন্টে ছেলেদের টেবিল টেনিস ডাবলসে শুক্রবার রাতে গায়ানার ক্রিস্টোফার ফ্রাঙ্কলিন ও জনাথান ফন ল্যাংগে জুটির বিপক্ষে মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান বম ৩-২ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ আজ শনিবার বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে হৃদয় ও রামহিমলিয়ান।

প্রথম গেমে গায়ানার কাছে ১১-৬ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় গেমে ৯-১১ পয়েন্টের জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় গেমেও ৯-১১ পয়েন্টে জয় পায় হৃদয় ও রামহিমলিয়ান। টানা দুই হারের পর চতুর্থ গেমে ৩-১১ পয়েন্টে জয় পায় গায়ানা।

চতুর্থ গেম হারলেও পঞ্চম গেমে হৃদয় ও রামহিমলিয়ান জয় তুলে নেয় ১০-১২ পয়েন্টে। মোট পাঁচ গেমে ৩-২ ব্যবধানে জিতে কমওয়েলথে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

এর আগে ডাবলসের প্রথম ম্যাচে হৃদয়-রামহিমলিয়ান জুটি ৩-০ ব্যবধানে হারায় ফিজির জয় চৌহান ও স্টিফান রেইলিকে। ৭-১১ পয়েন্টের ব্যবধানে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে জয় পায় ৫-১১ পয়েন্টের ব্যবধানে। আর তৃতীয় গেমে জয় পায় ৪-১১ পয়েন্টের ব্যবধানে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ