ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: আবারও সেই ভারতের গ্রুপে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩০ ২০:৫১:৫৫
মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: আবারও সেই ভারতের গ্রুপে বাংলাদেশ

সাত দল নিয়ে হতে যাওয়া এবারের আসরে ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভূটান ও শ্রীলঙ্কা।

২০১০ থেকে এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর হয়েছে পাঁচটি। প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নেপাল রানার্সআপ হয়েছে চারবার, বাংলাদেশ একবার।

২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।

শিলিগুঁড়ির ওই আসরেও গ্রুপ পর্বে ভারতকে পেয়েছিল বাংলাদেশ। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল। কিন্তু ফাইনালে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত হারের বিষাদ হয়েছিল সঙ্গী।

২০১৯ সালে নেপালের বিরাটনগরে সবশেষ আসরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষেই হেরেছিল ৪-০ গোলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ