ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবশেষে কোহলিকে বাদ দিয়ে দল ঘোষণা করলো ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩০ ২১:৪২:৪১
অবশেষে কোহলিকে বাদ দিয়ে দল ঘোষণা করলো ভারত

সিরিজ শুরুর প্রায় ২০ দিন বাকি থাকলেও জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে রাখা হয়নি কোহলিকে। শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং কুলদীপ যাদব।

কোহলির পাশাপাশি জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারদের। করোনা থেকে মুক্ত হলেও জিম্বাবুয়েতে রাখা হয়নি লোকেশ রাহুল। কোভিড পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়নি তার।

জানা গিয়েছিল এশিয়া কাপের প্রস্তুতি নিতে পুরোদমে ফিট হয়ে জিম্বাবুয়েতে খেলবেন রাহুল। তবে সিকান্দার রাজাদের বিপক্ষেও খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। তাতে আইপিএলের পর থেকে মাঠের বাইরে থাকা রাহুলকে খেলায় ফিরতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।

গেল কয়েক মাসে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও কোনো স্কোয়াডেই ছিলেন না ওয়াশিংটন। কদিন আগে ইংলিশ কাউন্টিতে দারুণ বোলিং করা এই অফ স্পিনারকে জিম্বাবুয়ে সফরে যুক্ত করেছে ভারত। ফেরানো হয়েছে কুলদীপকেও।

এ ছাড়া লম্বা সময় পর ভারতের স্কোয়াডে ফিরেছেন চাহার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে চোটে পড়েছিলেন ডানহাতি এই পেসার। ফলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলা হয়নি তার। চোট থেকে সেরে উঠতে না পারায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকলেও জিম্বাবুয়ে সফর দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন চাহার।

ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান হিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেষ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ