ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

২৪ বলে ফিফটি: নতুন ইতিহাস গড়ে রেকর্ড খাতায় রুবেলের পাশে নাম লেখালেন মোস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩০ ২২:২০:০৫
২৪ বলে ফিফটি: নতুন ইতিহাস গড়ে রেকর্ড খাতায় রুবেলের পাশে নাম লেখালেন মোস্তাফিজ

শুরুর দিকে লিটন-শান্তর লড়াকু ইনিংসের পর শেষদিকে শান্তর ঝড়ো ইনিংস দলকে জয়ের আশা দেখিয়েছে। কিন্তু বিশাল লক্ষ্যের কারণে জয়ের মুখ দেখা হয়নি তাদের।

বোলারদের ব্যর্থতাই এই ম্যাচে হারার প্রধান কারণ। বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দিয়েছেন মোস্তাফিজ। যদিও শুরুটা ভালো করেন বাঁহাতি এই পেসার। নিজের প্রথম ওভারে ৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। দ্বিতীয় ওভারে দিয়েছেন ৯ রান। কিন্তু শেষ দুই ওভারে খেই হারিয়ে ফেলেন তিনি। রান খরচে সবাইকে ছাড়িয়ে ফিফটি স্পর্শ করেন এই পেসার।

মোস্তাফিজের এই অনাকাঙ্ক্ষিত ২৪ বলে ফিফটি এবারই প্রথম নয়। এর আগেও তিনবার রান খরচায় ফিফটি ছাড়িয়েছেন তিনি। তবে এবারের ফিফটিতে গড়েছেন লজ্জার এক রেকর্ড। তৃতীয়বারের মতো ৫০ রান খরচ করে তিনি রুবেল হোসেনকে ছুঁয়ে ফেলেছেন। আগের দুইবার মোস্তাফিজ ঠিক ৫০ রানই খরচ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে; দুটিই ছিল ২০১৮ সালে।

এই তালিকায় দুইবার ৫০ রান খরচায় মোস্তাফিজ-রুবেলের পরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যৌথভাবে ডানহাতি এই পেসারের সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ