ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মুস্তাফিজের ২৫০, লিটনের ১০০০

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩১ ১০:০৪:০৯
মুস্তাফিজের ২৫০, লিটনের ১০০০

গতকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। হারা ম্যাচেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস।

বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে আজ যখন ব্যাট হাতে নামেন, তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। আজ ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলার পথে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক মাহমুদ উল্লাহ রিয়াদ। তাঁর মোট রান ২০৪২। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। অন্যদিকে বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর রহমান।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের খারাপ একটি দিন পার করেছেন মুস্তাফিজ। যদিও শুরুটা ভালো করেছিলেন তিনি। ব্যক্তিগত প্রথম দুই ওভারে উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজ। আর এই দুই উইকেট তুলে নিয়ে সাকিব আল হাসানের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ