ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

৫ ব্যাটার, ১ স্পিনার ও ৩ পেসার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২য় টি-২০ এর জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩১ ১৪:৫১:৫৯
৫ ব্যাটার, ১ স্পিনার ও ৩ পেসার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২য় টি-২০ এর জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা

রোববার জিম্বাবুয়ের হারারে ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

প্রথম টি-২০তে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ১২ ওভারে যাদের সম্মিলিত রান খরচের হিসেব ১৩৭। ঘুরে দাঁড়ানোর ম্যাচে তাই স্পিনারের দিকে ঝোঁকার সম্ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

হারারের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রানের চাকা আটকাতে পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন। বিদেশের মাটিতে আরও একবার ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারে। কাটা পড়তে পারেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত। এদিকে মুনিম শাহরিয়ারকেও বসিয়ে অভিষেক করানো হতে পারে পারভেজ ইমনকে।

হারারেতে এ ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে সফরকারীরা। তাই দ্বিতীয় ম্যাচে যে টাইগার দলে পরিবর্তন আসছে তা বলাই যায়।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ