ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পর পর চার উইকেট তুলে নিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩১ ১৭:২০:৩৭
পর পর চার উইকেট তুলে নিল বাংলাদেশ

এদিকে বল হাতে নিজের প্রথম বলেই চাকাভাকে সোহানের হাতে ক্যাচ আউট করেন মোসাদ্দেক হোসেন। আর নিজের শেষ বলে গত ম্যাচের ফিফটি করা মাধভারাকে আউট করেন শেখ মাহেদির তালুবন্দিতে। প্রথম ওভার শেষে জিম্বাবুয়ে ২ উইকেটে ৫ রান। নিজের পরের ওভারে আরেকটি উইকেট তুলে নেন মোসাদ্দেক।

এই ম্যাচে স্বাগতিক দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও সিরিজ বাঁচাতে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলে মাধবেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগার্ভা, তানাকা চিভাঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর: ৪ ওভার শেষে ১১/৪ রাজা ১*, মোসাদ্দেক ৪/১৪।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ