ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সিরিজে সমতায় ফিরে দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ৩১ ২২:৫৭:২৯
সিরিজে সমতায় ফিরে দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সোহান

মাঝারি লক্ষ্যে খেলবে নেমে দারুণ শুরু পেলেও লিটন দাসকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন মুনিম শাহরিয়ার। তিনি ৭ রান করেন রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে ফিরেছেন। এরপর অবশ্য মাঠে নেমেই সাবলীল ব্যাটিংয়ের দক্ষতা দেখিয়েছেন এনামুল হক বিজয়।

তাকে নিয়ে ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। হাফ সেঞ্চুরিতে পৌঁছার পথে রায়ান বার্লকে কাউ কর্নার দিয়ে দারুণ একটি চার মেরেছেন তিনি। এর ঠিক পরের ওভারেই শেন উইলিয়ামসের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে আউট হন লিটন। এর ফলে শেষ হয়ে ৩৩ বলে লিটনের ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস। এর পরের ওভারে বোলিংয়ে এসে বিজয়কে (১৬) মাসাকাদজার ক্যাচ বানিয়েছেন সেকান্দার রাজা।

চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেছেন আফিফ ও শান্ত। এই দুজনের জুটি অবচ্ছিন্ন ছিল ৫৫ রানে। আফিফ ২৮ বলে ২০ ও শান্ত ২১ বলে ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন মোসাদ্দেক। এই টাইগার স্পিনারের ওয়াইড লেন্থের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর উইকেটে এসে সুবিধা করতে পারেননি গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেভেরেও।

একটি বাউন্ডারি হাঁকালেও মাধেভেরেকে ফেরাতে সময় নেননি মোসাদ্দেক। ওভারের শেষ বলে তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কভার পয়েন্টে হাসান মাহমুদের সহজ ক্যাচ হন মাধেভেরে। দ্বিতীয় ওভারে এসে ক্রেইগ আরভিনকে ফিরিয়েছেন তিনি। এবার মোসাদ্দেকের অফ স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে লিটন দাসের সহজ ক্যাচ হন আরভিন।

জিম্বাবুয়ের পরের দুই ব্যাটার শন উইলিয়ামস ও মিল্টন শুম্বাকেও আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেটের মাইলফলকে পৌঁছান মোসাদ্দেক। উইলিয়ামসকে নিজের বলে দারুণ এক ক্যাচে ফিরিয়েছেন তিনি। এরপর মোসাদ্দেকের টসড আপ ডেলিভারিতে শুম্বা সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে হাসানের ক্যাচ হন।

এরপর রায়ান বার্লকে নিয়ে জিম্বাবুয়ের ইনিংস টেনেছেন সিকান্দার রাজা। দুই দুজনে ৬৫ বলে ৮০ রান যোগ করেন। এই জুটির পথেই ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাজা। দলীয় শতরানের খানিক বাদেই ৩২ রান করা রায়ান বার্লকে বোল্ড করে আউট করেন দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা হাসান।

১৯তম ওভারের প্রথম বলে রাজাকে বিদায় করেন মুস্তাফিজ। তার ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৬২ রান। ৬ রান করে রান আউট হয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। শেষ দিকে লুক জংউইয়ের অপরাজিত ১১ রানে ভর করে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান।

ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, খুবই ভালো পারফর্ম করেছে ছেলেরা, বোলাররা অত্যন্ত ভালো করেছে বিশেষ করে মোসাদ্দেক তারপর লিটন দাস সব কিছু সেট করে দিয়েছে। আগে টস পেলেও আমরা বোলিং টাকেই চয়েস করে নিতাম। আমরা শেষ ম্যাচে আরো ভালো করব।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৩৫/৮ (২০ ওভার) (রাজা ৬২, বার্ল ৩২, জংউই ১১*) (মোসাদ্দেক ৫/২০, হাসান ১/২৬)

বাংলাদেশ: ১৩৬/৩ (১৭.৩ ওভার) (লিটন ৫৬, মুনিম ৭, বিজয় ১৬, আফিফ ৩০*, শান্ত ১৯*; উইলিয়ামস ১/১৩)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ