ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসির সমালোচকদের ধুয়ে নিলেন নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০১ ১৫:১৪:৩৩
মেসির সমালোচকদের ধুয়ে নিলেন নেইমার

সেসব সমালোচকদের এক হাত নিয়েছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র। পিএসজির আগে বার্সেলোনায়ও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ গভীর। রোববার পিএসজির ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার, মেসি করেছেন একটি। মেসির গোলের অ্যাসিস্ট ছিল নেইমারের।

ম্যাচ শেষে মেসির সমালোচনার ব্যাপারে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, মানুষ বেশিই কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, ভেতরে কী চলে। সে লিও, সে লিও, সে এখনও সেই লিও। এর কোনো পরিবর্তন নেই। সে সবসময়ই পার্থক্য গড়ে দেয়। সব পরিস্থিতিতে মানিয়ে নেয়।’

এসময় দলের আরেক তারকা কাইলিয়ান এমবাপের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আশা করি যেনো আমাদের তিনজনের মধ্যে সবকিছু ভালো থাকে। যদি আমরা তিনজন ভালো থাই তাহলে দলের জন্যও ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ