ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সিরিজ জেতা অসম্ভব না

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০১ ১৫:৫৪:১১
সিরিজ জেতা অসম্ভব না

মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের (৫/২০) জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৩৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের অর্ধশতক (৫৬) আর শেষে আফিফ হোসেন নাজমুল হোসেনের ক্যামিওতে ভর করে ৭ উইকেটের জয়ে সিরিজ সমতায় আনে টাইগাররা।

আগামী ২ আগস্ট একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ গড়াবে মাঠে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান।

অলিখিত ফাইনাল ম্যাচে না থাকলেও সোহান আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি মনে করছেন সিরিজ জেতা সম্ভব।

‘আমরা যদি আমাদের প্রসেস ঠিক রাখতে পারি, আর যে কাজগুলো আমরা এই ম্যাচে করেছি সেগুলো যদি ধরে রাখতে পারি অবশ্যই এখন থেকে আমাদের সিরিজ জেতা সম্ভব।’

প্রথম ম্যাচে ছন্নছাড়া বোলিং-ব্যাটিংয়ের পর দারুণ ভাবে ছন্দে ফিরেছে বোলার-ব্যাটাররা। সোহানের প্রত্যাশা এখানেই।

‘শেষ ম্যাচ বা এই ম্যাচেও যদি দেখেন, লিটন অবশ্যই আমাদের জন্য খুব ভালো শুরু করে দিচ্ছে। এটা আমাদের টিমের জন্য খুবই দরকার যে, রান তাড়া করতে গেলে যে জিনিসটা দরকার সেটা লিটন খুব ভালোভাবেই করতেছে। আর আফিফ ও শান্ত শেষদিকে ওই ম্যাচুরিটিটা শো করছে যে, আমরা এখানে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ