ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইউরোর সেরা একাদশ ঘোষণা, একনজরে দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০২ ১২:৪৪:৪১
ইউরোর সেরা একাদশ ঘোষণা, একনজরে দেখেনিন একাদশ

ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ইউরো পারফরম্যান্সের উপর ভিত্তি করে বেছে নিয়েছে এবারের ইউরোপ সেরা একাদশ।

গোলের সেরা একাদশে স্বাভাবিকভাবেই প্রাধান্য পেয়েছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ জার্মানির ফুটবলাররা। একাদশে সর্বোচ্চ তিন জন করে জায়গা পেয়েছে ইংল্যান্ড ও জার্মানির ফুটবলার।

অবধারিতভাবে আছেন ৬ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের মালিক ইংল্যান্ডের বেথ মিড। টুর্নামেন্টের সর্বোচ্চ অ্যাসিস্টও তার। ৬ গোল করেছেন জার্মানির আলেক্সান্দ্রা পপও। তবে গোলের পাশাপাশি বেশি অ্যাসিস্ট করায় গোল্ডেন বুট জিতেছেন মিড। এছাড়া স্পেনের দু’জন জায়গা পেয়েছে সেরা একাদশে।

রোববার ওয়েম্বলির ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলের সমতা থাকার পর অতিরিক্ত সময়ের ১১০ মিনিটে ক্লোয়ি কেলির গোলে শিরোপা নিশ্চিত হয় ইংল্যান্ডের।

রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে নারীদের ইউরোর ফাইনাল। গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছে ইংলিশ মেয়েরা। এছাড়া আরও অনেকেই আলো ছড়িয়েছে এবারের টুর্নামেন্টে।

এক নজরে ইউরো ২০২২ এর সেরা একাদশ-

১. গোলরক্ষক: ডাফনে ভ্যান ডমসেলার (নেদারল্যান্ডস)

২.রাইটব্যাক: ওনা ব্যাটলে (স্পেন)

৩. সেন্টারব্যাক: মিলি ব্রাইট (ইংল্যান্ড)

৪. সেন্টারব্যাক: মারিনা হেগেরিং (জার্মানি)

৫. লেফটব্যাক: সাকিনা কারচাওয়ি (ফ্রান্স)

৬. সেন্ট্রাল মিডফিল্ডার: লেনা ওবেরডর্ফ (জার্মানি)

৭. সেন্ট্রাল মিডফিল্ডার: কেইরা ওয়ালশ (ইংল্যান্ড)

৮. সেন্ট্রাল মিডফিল্ডার: কসোভারে আসলানি (সুইডেন)

৯. রাইট উইঙ্গার: বেথ মিড (ইংল্যান্ড)

১০. স্ট্রাইকার: আলেক্সান্দ্রা পপ (জার্মানি)

১১. লেফট উইঙ্গার: মারিওনা ক্যালদেনতেই (স্পেন)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ