ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এশিয়াকাপ: প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দেখেনিন দিনক্ষণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০২ ১৩:৫৮:৪৪
এশিয়াকাপ: প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দেখেনিন দিনক্ষণ

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে হলেও পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ভেন্যুতে। শ্রীলঙ্কা থেকে সরে এশিয়া কাপের আসর চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ আগস্ট এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

তবে এখনো এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি প্রকাশ না করলেও জানা গেছে উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ আগস্ট এই ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এবারের এশিয়া কাপে বাংলাদেশসহ মোট ছটি দল অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলোঃ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ