ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় সূচি পরিবর্তন, দেখেনিন নতুন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০২ ১৪:১৯:০৭
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় সূচি পরিবর্তন, দেখেনিন নতুন সময়

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম টি-টোয়েন্টির পর ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের প্রয়োজনীয় সরঞ্জাম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায়নি। এ কারণেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দুই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজের শেষ দুই ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ভিসা জটিলতার কারণে বাকি ম্যাচগুলোও ওয়েস্ট ইন্ডিজেই আয়োজন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, এখনও দুই দলে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের ভিসা আসেনি। এজন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিকল্প পরিকল্পনা তৈরি রাখছে।

পূর্ব সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে। এর আগে তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ