ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্যভাবে শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০২ ২০:৩৩:৪৬
অবিশ্বাস্যভাবে শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও নুরুল হাসান সোহানের ইনজুরিতে আবারও দলে ফেরানো হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। দলে ফিরে বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করেছেন তিনি। আফিফ হোসেনের সঙ্গে তিনি যোগ করেন ৩৯ রান। মাহমুদউল্লাহ ব্র্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়েছেন। পরের বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন কোনো রান না করেই। ফলে জয়ের পথটা অনেক কঠিন হয়ে যায় বাংলাদেশের।

নাজমুল হোসেন শান্ত শেন উইলিয়ামসের বলে প্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে লুক জংউইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।

ভিক্টোর নুয়াচির করা পিচড আপ ডেলিভারিতে মিড অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মিল্টন শুম্বার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২ রান করা পারভেজ হোসেন ইমন। এর ঠিক পরের ওভারেই দারুণ খেলতে থাকা এনামুল হক বিজয় ওয়েসলি মাধেভেরের কুইকার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নুয়াচির লেংথ ডেলিভারিতে তারই হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন লিটন দাস।

স্পিনারদের দারুণ বোলিংয়ে শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদেশ। ৬৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে জিম্বাবুকে রীতিমতো ভড়কে দেয় সফরকারীরা। তবে রায়ান বার্লের ঝড়ো ব্যাটিংয়ে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নিয়ে জিম্বাবুয়েকে খেলায় ফেরান বাঁহাতি এই ব্যাটার। বার্লের ৫৪ রানের ইনিংসে ১৫৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্বক শুরু করে জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর চড়াও হন জিম্বাবুয়ের দুই ওপেনার ক্রেইগ আরভিন এবং রেজিস চাকাভা। তাদের দুজনের শুরুর জুটি ভাঙেন নাসুম আহমেদ। বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই চাকাভাকে ফেরান বাঁহাতি এই স্পিনার। নাসুমের অফ স্টাম্পের বাইরের শর্ট বল কভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দেন চাকাভা। ফলে ১০ বলে ১৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যেতে হয় জিম্বাবুয়ের এই ওপেনারকে। নাসুমের পর উইকেটের দেখা পান শেখ মেহেদি হাসান। ডানহাতি এই অফ স্পিনারের ইয়র্কার ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন ওয়েসলি মাধেভেরে।

ব্যাট ও প্যাডের মাঝে অনেকটা ফাঁকা থাকায় মূলত বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। মাধেভেরে ফিরেছেন ২ রান করে। পরের বলেই আউট হয়েছেন সিকান্দার রাজা। মেহেদির লেংথ ডেলিভারিতে স্লগ করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। প্রথম দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি পাওয়া রাজা এদিন আউট হয়েছেন শূন্য রানে।

আরভিন ও শন উইলিয়ামস মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি জিম্বাবুয়ের। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে উইলিয়ামসকে ফেরান মোসাদ্দেক। ডানহাতি এই অফ স্পিনারের লেংথ বল খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ২ রানে ফেরেন উইলিয়ামস। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর আউট হয়েছেন আরভিন।

মাহমুদউল্লাহ রিয়াদের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন জিম্বাবুয়ের অধিনায়ক। ফলে আরভিনকে স্টাম্পিং করেন এনামুল হক বিজয়। যদিও প্রথম চেষ্টায় বল স্টাম্পে লাগাতে পারেননি উইকেটকিপার। থিতু হতে পারেননি মিল্টন শুম্বা।

মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারি খেলতে গিয়ে বিজয়ের গ্লাভসে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। লেগ সাইডে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন বিজয়। তবে এরপর নাসুমের ওপর চড়াও হন রায়ান বার্ল। ৫ ছক্কা ও এক চারে নাসুমের এক ওভারে ৩৪ রান নেন বাঁহাতি এই ব্যাটার।

পরের ওভারের শেষ বলে মেহেদির ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কা মেরে ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন বার্ল। তাকে দারুণভাবে সঙ্গ দেন লুক জংওয়েও। দারুণ ব্যাটিং করা জংওয়েকে ফিরিয়ে বার্লের সঙ্গে ৭৯ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। দুই ছক্কা ও চারটি চারে ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলে ফেরেন জংওয়ে। হাফ সেঞ্চুরির পর দ্রুতই ফিরেছেন বার্লও।

হাসানের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। দারুণ ব্যাটিং করা বার্ল এদিন আউট হয়েছেন ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি ও হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে- ১৫৬/৮ (২০ ওভার) (চাকাভা ১৭, আরভিন ২৪, বার্ল ৪৫৪, জংওয়ে ৩৫;, হাসান ২/২৮, মেহেদি ২/২৮)

বাংলাদেশ- ১৪৫/৮ (২০ ওভার) (লিটন ১৩, ইমন ২, বিজয় ১৪, শান্ত ১৬, মাহমুদউল্লাহ ২৭, ৩৯*)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ