ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনঞ্জয়ার পাশে নাম লেখালেন নাসুম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০৩ ১২:১৯:৫২
স্টুয়ার্ট ব্রড, আকিলা ধনঞ্জয়ার পাশে নাম লেখালেন নাসুম

বার্লের এমন আক্রমণের শিকার কেবল নাসুমই নন এর আগে সাকিবও তার শিকারে পরিণত হন। ২০১৯ সালের সেপ্টেম্বরে মিরপুরে সাকিব আল হাসানের এক ওভারে ৩টি করে চার ও ছক্কায় ৩০ রান নেন রায়ান বার্ল।

সিরিজ হারের জন্য নাসুমের এই বাজে ওভারটাকেই দায়ী করছেন সবাই। বাঁহাতি এই স্পিনারের এক ওভারে ৩৪ রান তোলেন বার্ল। টি-২০তে এক ওভারে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়েছেন নাসুম।

সাকিবের ৩০ রানের আরেকটি ওভারও আছে। গত বছর অস্ট্রেলিয়ার ড‌্যানিয়েল ক্রিস্টিয়ান সাকিবকে ৫ ছক্কা উড়িয়েছিলেন। পেসার সাইফ উদ্দিনের এক ওভারে ৫ ছক্কা ও ১ রান নিয়ে ৩১ রান তুলেছিলেন ডেভিড মিলার।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজে নাসুম ৩৪ রান দিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। আন্তর্জাতিক টি-২০তে এক ওভারে সর্বোচ্চ রানের তালিকায় যা যৌথভাবে এখন দুই নম্বরে অবস্থান করছে।

২০০৭ সালে যুবরাজ সিং ৬ ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের ওভারে। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডও শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়াকে হাঁকান ছয় ছক্কা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ