ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে দুর্দান্ত দল নিয়ে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০৩ ২২:১২:৫২
এশিয়া কাপে দুর্দান্ত দল নিয়ে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান

আগের বার অর্থাৎ ২০২০ সালে এশিয়া কাপ খেলানো সম্ভব হয়নি কারণ করোনা অতিমারীর কারণে কোনো দল তাদের ক্রিকেটারকে মাঠে নামাতে ঝুঁকি নিতে রাজি হয়নি। এই বছরের শেষ দিকে শুরু হতে চলেছে t20 বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই বছরের এশিয়া কাপ t20 ফরম্যাটে রাখার সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেট সমস্থা আইসিসি। এশিয়া কাপ মানেই এশিয়া মহাদেশের দুই শক্তিশালী দল ভারত বনাম পাকিস্তানের লড়াই এবং এই লড়াই দেখার জন্য ক্রিকেট বিশ্বের সমস্ত ক্রিকেট ফ্যানরা উৎসুক হয়ে বসে থাকেন। এশিয়া কাপের এই ক্রিকেটীয় ডার্বি দেখার জন্য ক্রিকেট ফ্যানদের পাশাপাশি বাকি ক্রিকেটীয় দলগুলিও অপেক্ষায় বসে থাকে বলে মনে করা যেতেই পারে। আমরা এখানে এই বছর এশিয়া কাপে ভারতীয় দল এবং পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে চলছে তা নিয়ে আলোচনা করবো।

৭ বারের এশিয়া কাপ বিজয়ী দল এই বছরেও তাদের শক্তিশালী দল মাঠে নামাতে চলেছে সে কথা বলার অবকাশ রাখে না। ভারতীয় দলের এই বছর ওপেনিং জুটি বলতে গেলে প্রথমেই আসে বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নাম যিনি বিশ্ব ক্রিকেটে “HItman” নামে পরিচিত। ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিকেট ইতিহাসে বেশ কিছু রেকর্ড করেছেন যা অন্য ব্যাটসম্যানদের করতে অনেক সময় লাগতে পারে মনে করা যায় এবং বর্তমানে তিনি বিধংসী ফর্মে আছেন। এই ম্যাচে রোহিতের জুড়ি অবশ্যই কে এল রাহুল হতে চলেছেন। কারণ রাহুল সম্প্রতি চোট সরিয়ে মাঠে ফিরতে চলছেন এবং বছর আইপিএল ও তিনি অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করে দেখিয়েছেন।

এবারে আশা যাক মিডল অর্ডারের কথায়, মিডল অর্ডারে প্রথম আসবেন বিরাট কোহলি। ডানহাতি এই জনপ্রিয় ব্যাটসম্যান বর্তমানে সেই ভাবে ফর্মে না থাকলেও ভারতীয় দলের প্রধান মেরুদন্ড তাকেই মানা হয়ে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট সব সময় অসাধারন পারফর্মেন্স দিয়ে থাকেন যেমনটা তিনি ২০২১ সালের t20 বিশ্বকাপে করে দেখিয়েছিলেন। এর পরে আস্তে চলেছেন সূর্যকুমার যাদব এর নাম যিনি ইদানিং যেকোনো সিরিজে অসাধারন ইনংস উপহার দিয়ে চলেছেন এবং ডানহাতি এই ব্যাটসম্যান আইপিএল ও তার বিধংসী ব্যাটিংয়ের মেজাজ দেখিয়েছেন।

তারপরে উঠে আসছে একজন বিখ্যাত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম যিনি চোট সরিয়ে আইপিএল এর মঞ্চে তার অসাধারন অধিনায়কত্ব এবং অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়ে গুজরাট দলকে প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিততে সাহায্য করেছিল। বর্তমানে হার্দিক তার ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও প্রায় প্রতিটা ম্যাচেই উইকেট নেবার ক্ষমতা রাখছেন। হার্দিকের পর নাম আসছে প্রাক্তন তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের যিনি অবিশ্বাস্য ভাবে ভারতীয় ক্রিকেটে ফিরে এসে সব থেকে জরুরি বিভাগ ফিনিশারের ভূমিকা পালন করে চলেছেন। দীনেশ কার্তিক তার ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়েও যে সমান দক্ষ সে কথা বলার অবকাশ রাখে না।

তাই ভারতীয় দল তাকে একজন উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলে নিতে চাইবে। তারপরে যে নামটা উঠে আসছে সেটি হলো রবীন্দ্র জাদেজা যিনি ব্যাট,বল এবং ফিল্ডিং ৩টি বিভাগেই সমান দক্ষ। তাই ভারতীয় দল তাকে একজন স্পিনার অলরাউন্ডার হিসাবে দলে অবশ্যই পেতে চাইবে বলে মনে করা যাচ্ছে। এবারে আশা যাক বোলিং বিভাগের কথায় যেখানে প্রথমেই নাম আসছে হার্শাল প্যাটেলের যিনি সম্প্রতি ছোট এই ফরম্যাটে অসাধারণ বৈচিত্রময় বোলিং দেখিয়ে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন।

হার্শাল প্যাটেল তার ডানহাতি বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল। এর পরেই নাম আসছে বিশ্ব বিখ্যাত সুইং বলার ভুবনেশ্বর কুমারের যিনি এই বছর আইপিএল এ তার অসাধারণ বোলিংয়ের পাশাপাশি বেশ কিছু t20 সিরিজেও নিয়ন্ত্রিত বোলিং করে ভারতীয় দলের জয়লাভের অন্যতম কারণ হয়ে উঠেছেন। এর পর যিনি ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি হলেন জাসপ্রিত বুমরাহ। ডানহাতি এই ফাস্ট বোলার বর্তমানে ভারতীয় দলের ৩টি ফরম্যাটেই সমানভাবে সফল এবং বর্তমান ক্রিকেট বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের কাছে ত্রাস হয়ে উঠেছেন। এর পরে সর্বশেষে উঠে আসছে একজন বিশিষ্ট্য স্পিনারের যিনি হলেন যুজবেন্দ্র চাহাল। ডানহাতি এই লেগ স্পিনার বিপক্ষের তাবড় তাবড় ব্যাটসম্যানদের তার স্পিনিং জাদু দিয়ে কুপোকাত করতে সক্ষম।

পাকিস্তান দল

পাকিস্তান দলের ওপেনিং জুটির কথা বলতে গেলেই বলতে হয় এমন দুই ব্যাটসম্যানের নাম যারা বরাবর ভারতীয় দলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথমেই আসে অধিনায়ক বাবর আজমের নাম যিনি বর্তমানে বিধংসী ফর্ম দেখিয়ে বিশ্ব ক্রিকেটে t20 ফরম্যাটে ১ নাম্বার স্থান দখল করে রেখেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান বর্তমান ক্রিকেট বিশ্বের যেকোনো বোলারের কাছে মাথা ব্যথার কারণ। এই আসে তার জুড়ি মোহাম্মাদ রিজওয়ান যিনি কোনো অংশেই তার অধিনায়কের থেকে কম জাননা এবং তিনিও বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন বলেই শোনা যাচ্ছে।

এবারে আসা যাক মিডল অর্ডারের কথায়, যেখানে সবার প্রথমে নাম আসছে ফাকার জামানের যিনি পাকিস্তান সুপার লীগ এ অসদাহারান পারফর্মেন্স করার সুবাদে পুনরায় জাতীয় দলে ফিরে এসেছেন এবং অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করে চলেছেন। তারপরেই আসে হায়দার আলীর নাম যিনি পাকিস্তান দলের হয়ে এশিয়া কাপে তুরুপের তাস হয়ে উঠতে পারেন বলে মনে করা যাচ্ছে। হায়দার আলীর পর যে নাম উঠে আসছে তা হলো খুশদিল শাহ যিনি একজন অলরাউন্ডার হবার পাশাপাশি ব্যাট হাতে যেমন লম্বা ইনিংস গর্তে সক্ষম ঠিক তেমনি পাওয়ার হিটিং ক্ষমতার দ্বারা খুব তাড়াতাড়ি ইনিংস গড়তেও পটু। এরপরেই আরো একজন অলরাউন্ডারের নাম উঠে আসছে যিনি হলেন মোহাম্মাদ নাওয়াজ যিনি পাকিস্তান দলকে যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচানোর ক্ষমতা রাখেন তা সে ব্যাট হাতেই হোক অথবা বল হাতে।

এরপরে আসছে স্পিনার অলরাউন্ডার সাদাব খানের নাম যিনি একজন লেগ স্পিনার হিসাবে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করলেও বর্তমানে ব্যাট হাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস পাকিস্তান দলকে উপহার দিয়েছেন। এখন আশা যাক বোলিং বিভাগের কথায়, পাকিস্তানের বোলিং বিভাগ বছরের পর বছর ধরে বিশ্ব ক্রিকেটকে বহু ফাস্ট বোলার তুলে এনে দিয়েছে বলে মনে করা যায়। বোলিং বিভাগের শুরুতেই নাম আসছে জুনিয়র মোহাম্মাদ ওয়াসিমের যিনি স্বল্প সংখ্যক ম্যাচ খেলেই ভালো ইকোনমি বোলিং দেখিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন এবং তিনি ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল।

এরপরে আসছে হারিস রউফের নাম যিনি ক্রমাগত আগুনে পেস বোলিং এবং ইয়র্কার বিশেষজ্ঞ হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিত। তারপরেই যে নাম উঠে তিনি হলেন তরুণ বাঁহাতি পেস বোলার শাহীন আফ্রিদির নাম যিনি শেষবার ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচে একাই ভারতীয় দলের প্রথমসারির ব্যাটসম্যানদের কুপোকাত করে দিয়েছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ