ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

‘চন্দিকা হাতুরাসিংহের মতো কোচই আমাদের দলে দরকার’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০৮ ২১:০৬:৩৭
‘চন্দিকা হাতুরাসিংহের মতো কোচই আমাদের দলে দরকার’

বাংলাদেশ দলের দুঃসময়ে তার কথা বলেন অনেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে হারের পর এবার তার কথাই স্মরণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস। আর এই ধরনের কোচই বাংলাদেশ দলে দরকার বলে জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে হাতুরাসিংহের সঙ্গে বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর মৌলিক পার্থক্যও তুলে ধরলেন তিনি। তিনি বলেন, “আমাদের সাপোর্ট স্টাফে যারা আছেন, তারা খুবই ডেডিকেটেড। কিন্তু তাদের কোচিং করানোর ধরন একটু ভিন্ন। কেউ একটু আগ্রাসী হয়, কেউ হয় না। হাতুরাসিংহের কোচিংয়ের ধরনটাই ছিল আগ্রাসী। যেটি আমাদের দরকার”।

“আমাদের (বর্তমান) হেড কোচ খুবই জ্ঞানী। কিন্তু তিনি ওই ধরনের আগ্রাসী নন। কোচ আগ্রাসী হলে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারেন। যেটি আমরা চাই। আগ্রাসী কোচ চান, খেলোয়াড়রাও যেন মাঠে আগ্রাসী মনোভাব নিয়েই নামে। খেলাটিকে তিনি সেভাবেই নেন। সেদিক থেকে তিনি (ডমিঙ্গো) হয়তো ওই ধরনের আগ্রাসী নন। পার্থক্যটি এখানেই।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ