ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সিরিজ হেরে এবার আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ০৯ ১৬:১৬:২৭
সিরিজ হেরে এবার আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেল বাংলাদেশ

আইসিসি মঙ্গলবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল।

আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।

এদিকে ম্যাচ শেষে স্লো ওভার রেটের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক শাস্তি মেনে নেন। যার ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হার দেখে বাংলাদেশ। সেই ম্যাচ হারের মধ্য দিয়ে ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।

আগামীকাল (১০ আগস্ট) হারারেতে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে খেলতে নামবে তামিমের দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ