গোপণ তথ্য ফাঁস: বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে খেলতে চেয়েছিলেন স্টোকস

পরে সুপার ওভারেও নার্ভ ধরে রাখে ইংল্যান্ড। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ভর করেই প্রথমবার বিশ্বকাপ জেতে ইংলিশরা। কিন্তু সেই শিরোপা জয়ের নায়ক স্টোকস চেয়েছিলেন নিউজিল্যান্ডের হয়ে খেলতে।
২০১৯ বিশ্বকাপের ফাইনালের গল্পটাও সেদিন তাহলে অন্যরকম হতে পারত। ইংল্যান্ডের বদলে সেদিনের ফাইনালে নিজের জন্মভূমি নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে পারতেন স্টোকস। হয়তো কিউইদেরই জেতাতেন প্রথম বিশ্বকাপ শিরোপা। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অদূরদর্শিতার কারণে ইচ্ছা থাকার পরেও খেলতে পারেননি স্টোকস।
নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটার রস টেলরের আত্মজীবনীতে উঠে এসেছে এই ঘটনা। ১৯৯১ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম স্টোকসের।
পরিবারের সঙ্গে ১২ বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। তবে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেকের আগেই চেষ্টা করেছিলেন নিউজিল্যান্ডের হয়ে খেলার জন্য।
২০১০ সালে ডারহামের হয়ে কাউন্টি খেলতে গিয়ে এ বিষয়ে জানতে পেরেছিলেন টেলর। তিনি লিখেছেন, ‘তখন তার বয়স ১৮ কি ১৯ হবে এবং অবশ্যই সে একজন কিউই ছিল। কথার ফাঁকে আমি তাকে জিজ্ঞেস করলাম, তার নিউজিল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা আছে কি না। সে তখন বেশ আগ্রহ দেখিয়েছিল। তাই আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভনকে বার্তা পাঠাই যে, এই স্টোকস ছেলেটা দারুণ প্রতিভাবান তরুণ ক্রিকেটার এবং নিউজিল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা রয়েছে তার। তখন ভন আমাকে বলেন, সে চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে। পরে দেখা যাবে কী হয়। ’
কিন্তু এই কথায় যে স্টোকস জাতীয় দলের নিশ্চয়তা পাবেন না তা বুঝতে পেরেছিলেন টেলর, ‘আমি ভনকে বললাম, তাকে পাওয়ার জন্য আমাদেরকে আরও ভালো প্রস্তাব দিতে হবে। আবার যদি সিঁড়ির নিচের ধাপ থেকে শুরু করতে হয় তাহলে সে রাজি হবে না। শেষ পর্যন্ত তা সত্যিই হয়নি। ‘
এক্ষেত্রে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে আরও বিচক্ষণতার পরিচয় দিতে পারতো তা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘নিউজিল্যান্ড দলে খেলার আগ্রহ ছিল স্টোকসের… যদি নিউজিল্যান্ড বোর্ড আরেকটু নমনীয় আচরণ করতো এবং তাকে নিশ্চয়তা দিতো। কিন্তু ভন সেটি দিতে আগ্রহী ছিল না। ’
যে কারণে আর কিউইদের জার্সিতে খেলা হয়নি স্টোকসের। সময়ের পরিক্রমায় ঠিক ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এ পেস বোলিং অলরাউন্ডার। এরই মধ্যে ইংলিশদের হয়ে খেলেছেন ১০৫ ওয়ানডে ও ৮৩টি টেস্ট ম্যাচ। ২০১৯ সালের বিশ্বকাপ জিতিয়ে ইংলিশদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন স্টোকস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি