ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন বিশ্ব ক্রিকেট মাতানো তারকা ব্যাটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৬ ১৭:৩৬:৫৯
ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন বিশ্ব ক্রিকেট মাতানো তারকা ব্যাটার

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কেভিন। এর বছর দুয়েক পর টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় এই অলরাউন্ডারের। লম্বা ক্যারিয়ারে আইরিশদের সাদা পোশাকের ক্রিকেট যাত্রারও সাক্ষী তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তারা।

দেশের হয়ে লম্বা সময় ক্রিকেট খেললেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি এই অলরাউন্ডার। তাই এ বছরের শেষের দিকে বিশ্বকাপ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সড়ে দাড়িয়েছেন। কারণ তিনি মনে করেন, আসন্ন এই বিশ্বকাপে আয়ারল্যান্ড দলে তার জায়গা হবে না।

কেভিন টুইটারে লিখেন, 'দেশের হয়ে ১৬ বছরে ৩৮৯ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করার আশা করেছিলাম কিন্তু গত বছরের বিশ্বকাপে আইরিশ দলে জায়গা না পাওয়ায় সামনেও আমি সুযোগ দেখছি না।'

আয়ারল্যান্ডের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে বাইশ গজে অনেক ঘটনার সাক্ষী হয়েছেন কেভিন। আইরিশদের অনেক গর্বের মুহূর্তও এসেছে তার হাত ধরে। আয়ারল্যান্ডের জার্সিতে খেলা প্রত্যেকটা ম্যাচ উপভোগ করতেন এই অলরাউন্ডার।

তিনি লিখেন, 'আমি আয়ারল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মিনিট উপভোগ করেছি। বাইশ গজে অনেক বন্ধু তৈরি করেছি এবং জাতীয় দলের হয়ে খেলার সময় থেকে আমার মনে রাখার মতো অনেক ভালো স্মৃতি আছে।'

আয়ারল্যান্ডের হয়ে ৩ টেস্টে প্রায় ৫২ গড়ে ২৫৮ রান করেছেন কেভিন। ওয়ানডেতে আইরিশদের হয়ে ১৫৩ ম্যাচে প্রায় ২৯ গড়ে ৩৬১৯ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১১৪ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৭৩ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৫৮ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ