ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একটা জিনিস দেখলাম, সাকিব খুবই আত্মবিশ্বাসী : বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৮ ১৪:৫১:২৬
একটা জিনিস দেখলাম, সাকিব খুবই আত্মবিশ্বাসী : বিসিবি বস পাপন

সাকিবদের অনুশীলন দেখতে আজ মিরপুর মাঠে নিজেই উপস্থিত হয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনুশীলন দেখেছেন তিনি। এ সময় সাকিবকে অনেক আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে বিসিবি সভাপতির। উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,

“সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকা জরুরি, মানে জিততে পারবো।”

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। হারার চেয়েও বড় কথা, আক্রমণাত্মক মানসিকতা অনেকদিন ধরে নেই টি-টোয়েন্টি দলে। সামনে এশিয়া ও বিশ্বকাপ। পাপনের বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশ দলের মধ্যে অন্তত জেতার আত্মবিশ্বাস থাকবে।

তিনি বলেছেন, “হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে। এতে কোনো সন্দেহ নাই”।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ