ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হুট করে মুশফিক, সাকিবদের কাছে মিরপুরে পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৮ ১৬:২১:৩২
হুট করে মুশফিক, সাকিবদের কাছে মিরপুরে পাপন

আজ (১৮ আগস্ট) দুপুর ১২টায় ক্রিকেটারদের অনুশীলন দেখতে মাঠে যান পাপন। এই সময় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন তিনি। এমনকি টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছ থেকেও পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের উন্নতি বিষয়ে আলোচনা করেন নাজমুল হাসান। এই সময় বিসিবি প্রধানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেটারদের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। যেখানে তিনি ক্রিকেটারদের অনুশীলন দেখার কথা জানিয়ে বলেন, ‘যেহেতু এশিয়া কাপে টিম যাচ্ছে, তার জন্য সিডন্স চলে এসেছে। আর সে আমাকে জানিয়েছে এখানে কয়েকজন অনুশীলন করছে। কী করছে না করছে, পাওয়ার হিটিংয়ের উপর কাজ করছে। এসব নিয়ে কথা হয়েছিল। যখন শুনলাম তারা অনুশীলন করছে, তখন ভাবলাম একটু আসি; দেখে যাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ