ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে পাঞ্জাব কিংসের নতুন কোচের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৯ ১৪:৫৬:৪৯
চমক দিয়ে পাঞ্জাব কিংসের নতুন কোচের নাম ঘোষণা

চলতি বছরের সেপ্টেম্বরে পাঞ্চাব পাঞ্জাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কুম্বলের। তাই আসন্ন আইপিএলে কিংসদের ড্রেসিংরুমে দেখা যাবে না এই ভারতীয় কোচকে। নতুন মৌসুমে নতুন কোচের অধীনে শুরু করতে তাই আগে থেকেই পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

কুম্বলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বড় কারণ তার পারফরম্যান্স। তার অধীনে গত তিন বছর ধরে তারকা সমৃদ্ধ দল গড়েও সফলতা পায়নি পাঞ্জাব। ভারতের সাবেক এই কিংবন্তি স্পিনারের উপর তাই আর ভরসা রাখতে পারছে পাঞ্জাব।

আগামী আসরে কিংসদের ড্রেসিংরুমে মাস্টার মাইন্ড হিসেবে দেখা যাবে ইয়ন মরগানকে। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি কোনো ধরনেই ক্রিকেটেই কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার।

আইপিএল দিয়েই কোচিং ক্যারিয়ারে নাম তুলবেন মরগান। এমন একজন অনভিজ্ঞ কোচের হাতে দলের দায়িত্ব দিয়ে কিছুটা হলেও ঝুকি নিচ্ছে পাঞ্জাব। ইংলিশদের বিশ্বকাপ জেতানো এই সাবেক ক্রিকাটার কোচ হিসেবে কতটা সফলতা পান সেটা এখন দেখার বিষয়।

মরগানের পাশাপাশি অবশ্য গুঞ্জন আছে একজন ভারতীয় কোচের সঙ্গেও যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার নাম প্রকাশ করেনি কেউ। তাছাড়া প্রধান কোচের জন্য ট্রেভর বেলিসের সঙ্গে যোগাযোগ করেছে পাঞ্জাব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ