ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যার কারণে সফল সালমান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৯ ২০:০২:৩৭
যার কারণে সফল সালমান

এই ইনিংস খেলার পথে দুটি ছক্কা ও পাঁচটি চার মেরেছিলেন তিনি। এর মধ্যে চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৯২ রানের দারুণ এক জুটি গড়েছিলেন তিনি। এমন ইনিংসের পর সালমান জানিয়েছেন পাকিস্তানের হয়ে খেলাই ছিল তার স্বপ্ন।

দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ আনন্দিত তিনি। সালমান বলেন, 'সব ক্রিকেটারের স্বপ্ন থাকে পাকিস্তানের হয়ে খেলা। যখন আপনি ক্রিকেট শুরু করবেন আপনার লক্ষ্য থাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা এবং আমি খুব খুশি।'

ব্যাট হাতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে সালমান বলেন, 'আমি জিনিসগুলো সাধারণ রাখতে চেয়েছিলাম এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম। দারুণ লাগছে সেটা করতে পেরে। সবচেয়ে বেশি ভালো লাগছে দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি করতে পেরে।'

নতুন ক্রিকেটার হিসেবে অভিজ্ঞ রিজওয়ানের সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন সালমান। বিভিন্ন ডেলিভারির বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটা নিয়ে নিয়েও নির্দেশনা দিয়েছেন। রিজওয়ানের পরামর্শ অনেক কাজে লেগেছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

সালমানের ভাষ্য, 'অবশ্যই তিনি আমাদের অভিজ্ঞ খেলোয়াড় এবং তিন ফরম্যাটেই তিনি পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার। তাই কীভাবে খেলতে হবে তিনি আমাকে অনেক পরামর্শ দিচ্ছিলেন এবং কিছু বিশেষ ডেলিভারি কীভাবে খেলবো সেটা দেখিয়ে দিয়েছেন। তার নির্দেশনা আমাকে অনেক সাহায্য করেছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ