ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শেষ দল হিসেবে কারা জায়গা পাবে এশিয়া কাপে, দেখেনিন হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ১৫:৩১:২০
শেষ দল হিসেবে কারা জায়গা পাবে এশিয়া কাপে, দেখেনিন হিসাব নিকাশ

অন্য একটি জায়গার জন্য এশিয়া কাপের বাছাইপর্বে লড়াই করছে চারটি দেশ। যেখানে আছে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০ আগস্ট থেকে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে লড়ছে দলগুলো।

যেখানে চারটি দল রাউন্ড রবিন লিগের আওতায় একে অপরের সঙ্গে একটি করে প্রতিটি দল মোট তিনটি করে ম্যাচ খেলবে। যেখানে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল সরাসরি জায়গা করে নেবে এশিয়া কাপের মূল পর্বে।

আজ (২৪ আগস্ট) বাছাইপর্বের শেষদিনে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ দুই ম্যাচ। যেখানে সিঙ্গাপুর এবং কুয়েত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে একে অপরের। অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১০টায়। যে ম্যাচে হংকং খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এই চার দলের মধ্যে সিঙ্গাপুর ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপের মূল পর্বে খেলার দৌড় থেকে ছিটকে গেছে। অন্য দল কুয়েতের সম্ভাবনাও প্রায় নেই বললে চলে। কুয়েত ২ ম্যাচ থেকে ১ জয়ে ২ পয়েন্ট অর্জন করেছে। শেষ ম্যাচে কুয়েত জয়লাভ করলে পয়েন্ট দাঁড়াবে ৪-এ। তবে দলটির নেট রান রেট বেশ বাজে -.৪২১। ফলে জিতলেও পরের পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কম কুয়েতের সামনে।

এদিকে অন্য ম্যাচে হংকং এবং ইউএই দুই দলই অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে। এই দুই দলের মধ্যে যে দল জিতবে তাদের এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেবে। দুই দলের মধ্যে হংকং ইতোমধ্যে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্য দল ইউএই ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট অর্জন করলেও দলটির নেট রান রেট ১.০৪৫।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ