ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বি গ্রুপ থেকে এশিয়া কাপের দ্বিতীয় পর্বে উঠার সম্ভবনা রয়েছে যে দুই দলের, দেখেনিন নিসাব-নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৪ ১৮:৩৩:২৪
বি গ্রুপ থেকে এশিয়া কাপের দ্বিতীয় পর্বে উঠার সম্ভবনা রয়েছে যে দুই দলের, দেখেনিন নিসাব-নিকাশ

টুর্নামেন্টের বাস্তবতায় বি গ্রুপকে বলা যায় গ্রুপ অব ডেথ। কারণ এখানে তিন দলের প্রতিটিরই পরের রাউন্ডে যাওয়ার পূর্ণ সক্ষমতা আছে। আইসিসির সবশেষ আপডেটকৃত র‍্যাংকিং অনুযায়ী অষ্টম, নবম ও দশম স্থানে আছে যথাক্রমে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে এই গ্রুপে প্রতিটি ম্যাচই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা নিশ্চিন্তে বলে দেওয়া যায়।

আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বি গ্রুপের দুই দল আফগানিস্তান ও শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া লড়াইয়ে খাতাকলমে আফগানদের থেকে এগিয়ে থাকবে লংকানরাই। এখন পর্যন্ত একবার এই দুই দল টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২০১৬ টি-২০ বিশ্বকাপে অনুষ্ঠিত সেই ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল শ্রীলংকা।

৩০ আগস্ট দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে আবার খাতাকলমে টাইগারদের থেকে এগিয়ে থেকে নামবে আফগানরা। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ৮ ম্যাচের মাঝে পাঁচটিতেই জিতেছে আফগানিস্তান। বাংলাদেশের জয় তিন ম্যাচে।

এখন পর্যন্ত দুটি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৮ সালে দেহরাদুনে অনুষ্ঠিত সিরিজটি ৩-০ ব্যবধানে জেতে আফগানরা। ২০১৮ সালে অনুষ্ঠিত সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। সবমিলিয়ে টি-২০ ফরম্যাটে এই ম্যাচে আফগানরা জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। এর মাঝে ৮ বার লংকানরা ও ৪ বার টাইগাররা জিতেছে। সাম্প্রতিক সময়ের বিবেচনায় এ ম্যাচে খাতাকলমে বাংলাদেশের সম্ভাবনাই বেশি।

খাতাকলমের হিসেব যদি মাঠের লড়াইয়ে ফলে যায়, সেক্ষেত্রে বি গ্রুপে তিন দলই সমান একটি করে ম্যাচ জিততে পারে। এমতাবস্থায় রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডে যাবে। বলা যায় এখানে প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য বাঁচামরার লড়াই।

বি গ্রুপ থেকে যে দুই দলই উঠুক, দ্বিতীয় পর্বে তাদের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। বড় কোনো অঘটন না ঘটলে এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের আসাটাই নিশ্চিত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে লড়াই শেষে এই পর্বের সেরা দুই দল খেলবে ফাইনাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ