ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হংকংকে মাত্র ৩৮ রানে অলআউট করে বিশাল জয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৩ ০৯:৩২:৩৮
হংকংকে মাত্র ৩৮ রানে অলআউট করে বিশাল জয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো পাকিস্তান

উইকেটের হিসেবে অবশ্য টি-টোয়েন্টিতে পাকিস্তানের ১০ উইকেটের জয়ও আছে। গত বছর দুবাইয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচেই এত বড় জয় পেয়েছিল বাবর আজমের দল।

শুক্রবার রাতে পাকিস্তানি বোলারদের সামনে খড়কুটোর মতো উড়ে গেছেন হংকংয়ের ব্যাটাররা। মাত্র ১০.৪ ওভারেই অলআউট হয়েছে দলটি।

হংকংয়ের কোনো ব্যাটার দশের ঘরও ছুঁতে পারেননি। ৮, ২, ০, ৬, ১, ৪, ৩, ৩, ০, ১, ০- স্কোরকার্ড ছিল যেন মোবাইল নম্বর। পাকিস্তানের বোলারদের সামনে এতটাই অসহায় ছিলেন হংকংয়ের ব্যাটাররা।

এর আগে ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি আর শেষদিকে খুশদিল শাহর ক্যামিওতে ভর করে ২ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়েছিল পাকিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ