ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কোহলি টি-২০ ছাড়লে ১০০টি সেঞ্চুরি করতে পারবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৫ ১৭:০২:২৬
কোহলি টি-২০ ছাড়লে ১০০টি সেঞ্চুরি করতে পারবে

কিন্তু সেই যে থামলেন কোহলি, আর কোনো পর্যায়ের ক্রিকেটেই সেঞ্চুরি নেই তার। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এক টোটকা দিয়েছেন কোহলিকে, যা তার সেঞ্চুরি খরা তো দূর করবেই, শচীনের রেকর্ডও স্পর্শ করতে পারবে বলে দাবি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।

শচীনের বিশ্বরেকর্ড স্পর্শ করতে কোহলির প্রয়োজন আরও ৩০টি সেঞ্চুরি। কোহলির রাজত্বের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে ৩০টি সেঞ্চুরিকে খুব বেশি মনে হওয়ার কারণ নেই। কিন্তু বর্তমান ফর্ম বিবেচনা করলে কোহলির ৩০টি সেঞ্চুরি হাঁকানো অসাধ্য সাধন বলেই মনে হবে।

কি টেস্ট, কি ওয়ানডে, কি টি-টোয়েন্টি- কোনো ফরম্যাটেই ২০২০ সাল থেকে শতক নেই কোহলির। এমনকি আইপিএলেও পাচ্ছেন না সোনার হরিণের দেখা, যে কোহলি কিনা একসময় আইপিএলের এক আসরেই চারবার সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেনের ডে নাইট টেস্টের পর থমকে যাওয়া কোহলি আরও ৩০টি শতক পাবেন, কিন্তু কীভাবে?

সেই টোটকা জানিয়েছেন শোয়েব আখতার। হংকংয়ের বিপক্ষে অর্ধশতক পেলেও তেমন ছন্দে ছিলেন না কোহলি। সেদিকে ইঙ্গিত করে পাকিস্তানি পেসারের দাবি, ‘কোহলির ব্যাটের মাঝে বল লাগছে না। ও রান করেছে। কিন্তু খেলা দেখে বোঝা যাচ্ছে কোহলি পুরো ছন্দে ফেরেনি। আমার পরামর্শ, ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলুক। তারপর সিদ্ধান্ত নিক, এই ফরম্যাটে খেলতে ওর ভালো লাগছে কি না। কারণ, আরও ৩০টা শতক হাঁকাতে হবে। তার জন্য পরিকল্পনা করতে হবে।’

টি-টোয়েন্টিতে ইদানীং কোহলিকে দেখে নড়বড়ে মনে হচ্ছে অনেকেরই। শোয়েব তাই মনে করেন, কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললে বাকি দুই ফরম্যাটে খরা কাটিয়ে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ৩০টি সেঞ্চুরি।

শোয়েবের ভাষায়, ‘বিশ্বের সেরা ক্রিকেটার হওয়ার ক্ষমতা কোহলির আছে। তবে এর জন্য ওকে নিজেকে বোঝাতে হবে যে ও সবার থেকে ভালো। ৩০টা শতরান করা সহজ নয়। কিন্তু একদিনের ক্রিকেট বা টেস্টে কোহলি ব্যাট করতে নামলে সময় বেশি পাবে। নিজের মতো পরিকল্পনা করতে পারবে ও। তাতেই ওর সুবিধা হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ