ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ক্রিকেটারদের দারুন সুখবর দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ০৬ ১৯:১৭:৩৯
ক্রিকেটারদের দারুন সুখবর দিল বিসিবি

মঙ্গলবার সংবাদ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের ক্রিকেটারদের ইনজুরি হলেই আমাদের খেলোয়াড়দের ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। সেখান থেকে আসার পর তার পুর্নবাসন প্রক্রিয়া চলে। সেখানেও এক মাস চলে বা কাছাকাছি এরকম। যখন এগুলোতে কাজ হয় না তখন বিদেশে পাঠানো লাগে। তারপর বলা হয় ওর অস্ত্রোপচার লাগবে, এই লাগবে বা সেই লাগবে।’

তিনি আরো বলেন, আমরা ঢাকায় স্থায়ীভাবে একটা রিহ্যাব সেন্টার করতে চাচ্ছি। দেশি এবং বিদেশি সব বিশেষজ্ঞদের নিয়ে। বিসিবির মেডিকেল বিভাগ এটা পুরোটা নিয়ন্ত্রণ করবে। ওখানে সারাবছর ইনজুরি নিয়ে কাজ করবে। কোনো ছুটি নেই। এক ছাদের নিচে সব ব্যবস্থা থাকবে, যেন কোথাও ছোটাছুটি করতে না হয়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ