ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সেল্টারকে উড়িয়ে দিয়ে শীর্ষে উঠলো বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১০ ১০:৫১:২৩
সেল্টারকে উড়িয়ে দিয়ে শীর্ষে উঠলো বার্সেলোনা

ঘরের মাঠে সেল্টার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে ফের শীর্ষস্থান দখল করেছে তারা। অবশ্য দুই দলেরই ঝুলিতে রয়েছে ৮ ম্যাচে সমান ২২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বর স্থানটি বার্সার দখলে।

শেষ পর্যন্ত জয় পেলেও ম্যাচে বার্সার একচ্ছত্র আধিপত্য ছিল বলা যাবে না। কেননা ম্যাচের প্রায় পুরোটা সময় সমান তালেই লড়েছে সেল্টা। বিশেষ করে শেষ দশ মিনিটে মনে হচ্ছিল, হয়তো সমতাসূচক গোল পেয়েই যাবে সেল্টা। টের স্টেগানের দৃঢ়তায় বারবার বেঁচে যায় বার্সা।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন পেদ্রি গনজালেজ। বাম পাস থেকে ডি-বক্সের মধ্যে বল এগিয়ে দিয়েছিলেন গাভি। সেটি ক্লিয়ার করতে পারেনি সেল্টার রক্ষণ। বলের গতিবিধি দেখে আগেই গোলরক্ষক সরে যান অন্য প্রান্তে। সেই সুযোগে ফাঁকায় বল পেয়ে জালে জড়ান পেদ্রি।

পরে এই গোলটিই জয়সূচক হিসেবে প্রমাণিত হয়। এ জয়ের সুবাদে ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বার্সা এখন ২২ পয়েন্ট। সমান ২২ পয়েন্ট রিয়ালেরও। তবে বার্সা ২০ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে একটি। অন্যদিকে ১৯ গোল দিয়ে সাতটি হজম করেছে রিয়াল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ