ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অনেক দিন পর ব্যাটিংয়ে নেমে আজ যত রান করলেন ইমরুল কায়েস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১০ ১৫:৫৬:০৩
অনেক দিন পর ব্যাটিংয়ে নেমে আজ যত রান করলেন ইমরুল কায়েস

খুলনায় মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগ। যেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে গেলে ৬০.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নাহিদুল ইসলাম। এছাড়াও অধিনায়ক অমিত হাসান করেছেন ৩৫ রান।

জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস পাঁচ বলে একটি বাউন্ডারিতে করেছেন মাত্র চার রান। ঢাকা মেট্রোর হয়ে চারটি উইকেট নিয়েছেন মানিক এছাড়া দুটি উইকেট নিয়েছেন কাজী অনিক এবং শরিফ উল্লাহ।

দিনের আরেক ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুমন খানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯২ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন আরিফুল হক। জাতীয় দলের আরেক সাবেক অলরাউন্ডার নাসির হোসেন করেছেন মাত্র এক রান। ২৫ রানে ৫ উইকেটে তুলে নেন সুমন খান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ