ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যে দলকে ভয় পেয়ে রোহিতদের সতর্ক করলেন গৌতম গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৬ ২০:২২:২৩
যে দলকে ভয় পেয়ে রোহিতদের সতর্ক করলেন গৌতম গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। এরপর ছয় আসর গেলেও শিরোপার স্বাদ পায়নি তারা। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় হয়ে আছে বৈশ্বিক আসরে সর্বশেষ সাফল্য।

সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর কিছু ক্ষেত্রে সতর্ক করলেন ভারতকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে ভারতের। গত বছর সংযুক্ত আরব আমিরাতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের লজ্জাজনক হারে শুরু হয় ভারতের বিশ্বকাপ যাত্রা। এবারও তাদের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটাই বিশ্বকাপে ভারতের গতিপথ নির্ধারণ করে দেবে বলে গম্ভীরের ধারণা।

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হোঁচট খেয়েছে এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কা। এরপরও শ্রীলঙ্কাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যাচ্ছে না। সুপার টুয়েলভে উঠতে পারলে ভারতের সঙ্গে একই গ্রুপে পড়বে তারা। গৌতম গম্ভীর সতর্ক করলেন সেই ব্যাপারে। একই সঙ্গে রোহিতের অধিনায়কত্বের প্রতি আস্থার কথা জানালেন গম্ভীর।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি ভারতকেও ভাবা হচ্ছে আসরের অন্যতম ফেভারিট। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। শুরু হবে বিশ্বকাপ অভিযান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ