ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জয়ের জন্য প্রয়োজন ১০৮ রান, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২০ ০৯:৫৫:২৩
জয়ের জন্য প্রয়োজন ১০৮ রান, দেখেনিন সর্বশেষ স্কোর

পাল্টা ব্যাটিংয়ে নেমে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ঢাকার স্কোর ছিল ২ উইকেটে ৮৮। সব মিলিয়ে ৪৯ রানে এগিয়েছিল তাইবুর রহমানের দল। গতকাল বুধবার তৃতীয় দিন সেখান থেকে আরও এগিয়েছে ঢাকা। ২৫৬ রানে গিয়ে থামে মজিদ, রনি তালকদার, তাইবুর রহমান, শুভাগত হোমরা।

শুভাগত হোম একাই যা করার করেছেন। শতরানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এ অলরাউন্ডার। মাত্র ১১ রান দুরে থেকে ফিরে আসেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসা ৮৯ রানের ইনিংসটির ওপর ভর করেই আড়াইশো পেড়িয়ে যায় ঢাকা। ৩ ঘণ্টা ৫ মিনিটে ১৫২ বলে ৫ বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ইনিংসটি।

সিলেটের তরুণ দ্রুত গতির বোলার তানজিম হাসান সাকিবের বলে শতরানের স্বপ্ন ভাঙ্গে শুভাগত হোমের। শুধু তাকেই অউট করে ক্ষান্ত হননি এ তরুণ। ঢাকার দ্বিতীয় ইনিংসের অর্ধেকটার পতন ঘটে তার বোলিং তোপের মুখে।

এদিকে ২১৮ রানের টার্গেট তাড়া করে আজ তৃতীয় দিন শেষ সিলেটের তরুণদের সংগ্রহ ৩ উইকেটে ১১০। জিততে কাল বৃহস্পতিবার বিকেএসপি মাঠে জাকির হাসানের দলকে করতে হবে আরও ১০৮ রান। হাতে আছে ৭ উইকেট। অধিনায়ক জাকির হাসান ২০ রানে নট আউট।

ঢাকা প্রথম ইনিংসে ১২৮/১০, ৬৩.১ ওভার ও দ্বিতীয় ইনিংস ; ২৫৬/১০, ৮৪.৪ ওভার (মজিদ ২৫, রনি ২০, সাইফ ১৮, রাকিবুল ২৫, তাইবুর ৯, শুভগত হোম ৮৯, নাদিফ ৬, অংকন ২৩, সুমন খান ১৫; তানজিম হাসান সাকিব ৫/৫৩, আবু জাইদ রাহি ২/৪১, নাবিল সামাদ ২/৫৬, শাহানুর ১/৫৪)।

সিলেট প্রথম ইনিংস: ১৬৭/১০, ৭৬.১ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১১০/৩, ৩৮ ওভার (ইমতিয়াজ তান্না ৪২, তৌফিক খান ১২, আসাদুল্লাহ গালিব ০, অমিত হাসান ২৩, জাকির হাসান নটআউট ২০, সুমন খান ২/২২, তাইবুর রহমান ১/৭)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ