ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নামিবিয়া কে সাথে নিয়েই ডুবলো আরব আমিরাত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২০ ১৮:৫৪:০৮
নামিবিয়া কে সাথে নিয়েই ডুবলো আরব আমিরাত

কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হতে দিলো না আরব আমিরাত। নিজেরা তো ডুবলোই, ডোবাল প্রতিপক্ষকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয়টি তুলে নিতে আরব আমিরাত এমন এক দিন বেছে নিলো, যে দিনটি হতে পারতো নামিবিয়ার উৎসবে রাঙানোর।

জিলংয়ে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আরব আমিরাত। তাদের এই জয়ে বিদায় হয়ে গেছে নামিবিয়ারও। ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস।

নামিবিয়ার সামনে লক্ষ্য ছিল ১৪৯ রানের। খুব কঠিন নয় নিশ্চয়ই। তবে আরব আমিরাতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নামিবিয়ার স্বীকৃত ব্যাটাররা। ৬৯ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে দলটি।

কিন্তু এরপর অসাধ্য সাধনের চেষ্টা করেন অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। সাত নম্বরে নেমে ৩১ বলে তুলে নেন ফিফটি। শেষ ওভার পর্যন্ত লড়াই জমিয়ে রেখেছিলেন তিনিই।

রুবেন ট্রাম্পেলম্যানের সঙ্গে অষ্টম উইকেটে ওয়াইজ গড়েন ৪৪ বলে ৭০ রানের জুটি। জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল ১০ রান। এই সময় ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ওয়াইজ। শেষ হয় নামিবিয়ার স্বপ্ন। ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন ওয়াইজ। ট্রাম্পেলম্যান অপরাজিত ছিলেন ২৪ বলে ২৫ রানে।

এর আগে কার্দিনিয়া পার্কে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। মোহাম্মদ ওয়াসিমের হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে মধ্যপ্রাচ্যের দেশটি।

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মুহাম্মদ ওয়াসিম এবং ভৃত্য অরবিন্দ। ৩৯ রানের জুটি গড়েন তারা। ভৃত্য অরবিন্দ একটু স্লো ব্যাটিং করলেও উদ্বোধনী জুটিটাই চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে। ৩২ বলে ২১ রান করে আউট হন অরবিন্দ।

এরপর সিপি রিজওয়ানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ওয়াসিম। ৪১ বলে ৫০ রান করে আউট হন তিনি। ১টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে। আলিশান শরাফু ৪ রান করে ফিরে যান। শেষ মুহূর্তে বাসিল হামিদ ১৪ বলে ২৫ রান করে আরব আমিরাতের স্কোরকে দেড়শর কাছাকাছি নিয়ে যান।

নামিবিয়ার হয়ে ১টি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, বার্নার্ড স্কলটজ এবং বেন শিকোঙ্গো।শুরুতে জয় পেলে বিশ্বকাপে বাংলাদেশের মোমেন্টাম ঘুরে যাবে:মনে করেন মাশরাফিএক সময় ২২ গজ ছিল তার নেশা, তার পেশা। সবাইকে একদিন থামতে হয়। মাশরাফি বিন মুর্তজাকেও নিত্যদিনের সঙ্গী ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে। এখন তাকে দেখা যায় কালেভাদ্রে। প্রিমিয়ার লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে।

বাজছে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। মাশরাফিরও পদাচরণ শুরু। সিলেট স্ট্রাইকার্স তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) দলটির লোগো উন্মোচিত হয়। সিলেটের আইকন ক্রিকেটার হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি।

তাকে পেয়েই সংবাদকর্মীদের হুড়োহুড়ি। অবধারিতভাবে এলো বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স আর বিশ্বকাপের প্রত্যাশার প্রসঙ্গ। অধিনায়ক থাকাকালীন দলকে আগলে রেখেছিলেন ইতিবাচকতার সঙ্গে, সেই দায়িত্বে না থাকলেও এখনো রয়ে গেছে ইতিবাচক গুণ।

জানিয়েছেন বাংলাদেশের সামর্থ্য রয়েছে, শুধু প্রয়োজন শুরুতে জয়। তাহলেই পরিবর্তন হবে মোমেন্টাম। মাশরাফি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

এতো গেলো সামর্থ্যের কথা, প্রত্যাশার কথা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স দেখেছিলেন কি মাশরাফি? সবশেষে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একশর আগেই অলআউট। ত্রিদেশীয় সিরিজে হার, তার আগে এশিয়া কাপে হার। মাঝে আরব আমিরাতের বিপক্ষে দুটি জয়।

মাশরাফি জানালেন তিনি একদিন খেলার মধ্যেই ছিলেন না, ‘আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুণ, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো, তখন হয়তো কথা বলতে পারবো।’

মাশরাফি আরও মনে করেন ভুল শোধারানোর সুযোগ আছে এবং তার প্রত্যাশা লাল সবুজের দল কামব্যাক করতে পারবে, ‘আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’

বিশ্ব কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডসপ্রাণপণ লড়েও ব্যর্থ হলেন ডেভিড ভিসা ও রুবেন ট্রাম্পলম্যান। সংযুক্ত আরব আমিরাত পেল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। এতে চূড়ান্ত হলো সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। আমিরাতের জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বের টিকেট পেলো নেদারল্যান্ডস। তাদের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

আরব আমিরাতের কাছে নামিবিয়ার ৭ উইকেটের পরাজয়ে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। দিনের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই দুই দলেরই পয়েন্ট চার করে।

নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তারা খেলবে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে। অন্যদিকে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস জায়গা পেয়েছে দুই নম্বর গ্রুপে। যেখানে আগে থেকেই রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ