ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতের ক্রিকেট এমন অবস্থায় নেই যে কারও হুকুমে চলবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২০ ২০:২৪:০৪
ভারতের ক্রিকেট এমন অবস্থায় নেই যে কারও হুকুমে চলবে

ভারতের এমন ঘোষণা শুনে ইটের জবাবে পাটকেল দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়ে দেয়, রোহিত শর্মারা এশিয়া কাপ খেলতে না এলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে কি না পাকিস্তান, তা নিয়ে সংশয় তৈরি হবে।

তবে পাকিস্তানের এমন হুমকিকে থোড়াই কেয়ার করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতের ক্রীড়ামন্ত্রী জানান, ভারতের ক্রিকেট এমন অবস্থায় নেই যে কারও হুকুমে চলবে।

অনুরাগ ঠাকুর গণমাধ্যমে বলেন, যারা জায়গা পেয়েছে (বিশ্বকাপে), তাদের সবাইকে আমন্ত্রণ (ভারতীয় মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে)। অনেকবার পাকিস্তান ভারতে এসে খেলেছিল। আমি মনে করি ভারত এমন কোনো অবস্থানে নেই যে হুকুমে (কারও) চলবে এবং কারও সেটা করার কারণও নেই।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ বার্ষিক সভা শেষে পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বেশ সরব কণ্ঠেই বলেছিলেন। এমনকি নিরপেক্ষ ভেন্যুর দাবিও তুলেছিলেন তিনি। তবে ভারতের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন যেকোনো কিছু ঘটতে পারে।

অনুরাগ ঠাকুরের ভাষ্যে, আমি আশা করি সব দেশ আসবে এবং লড়বে। সম্ভাবনা সব সময়ই থাকবে। কে ভেবেছিল করোনা আসবে, যেকোনো কিছু ঘটতে পারে কিন্তু সুযোগ (পাকিস্তানে ভারতের যাওয়া) খুব বেশি নয়। এই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবার আগে খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকেই। সরকার সিদ্ধান্ত নেবে। সময় আসুক, ওই সময় পরিস্থিতি কেমন হয় দেখতে দিন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ