ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভারত সফরের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২২ ১৪:২৮:২৫
ভারত সফরের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করলো বিসিবি

এ সফর হওয়ার কথা ছিল চলতি মাসের ৯ তারিখে। ভিসা সংক্রান্ত ঝামেলার কারণে পূর্ব নির্ধারিত সময়ে যেতে পারেনি বিসিবি একাদশের খেলোয়াড়রা। স্বাভাবিকভাবে কয়েক দিন পিছিয়ে যায় সফর।

ভারত সফর পেছানোয় বিসিবি একাদশে ডাক পাওয়া খেলোয়াড়দের জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড খেলার জন্য ছেড়ে দিয়েছিল বিসিবি। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ফিফটির দেখা পেয়েছেন কেবল সাদমান ইসলাম ও জাকের আলি অনিক। হতাশ করেছেন মিঠুন, মুমিনুল, এনামুল হক বিজয়রা।

জাতীয় লিগে রান করতে না পারার ব্যর্থতাকে সঙ্গী করেই তামিল নাড়ুর বিপক্ষে খেলতে যাচ্ছেন তারা। দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন মিঠুন। সফরের সবগুলো ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে।

দলের হেড কোচ হিসেবে রয়েছেন মিজানুর রহমান বাবুল। তার সহকারি হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ ও তালহা জুবায়ের। জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও এ সফরে বিসিবি একাদশের সঙ্গী হয়েছেন।

প্রায় তিন সপ্তাহের সফর শেষে ১২ নভেম্বর দেশে ফিরবেন বিসিবি একাদশের ক্রিকেটাররা।

২৫ অক্টোবর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, ১ নভেম্বর দ্বিতীয়টি। ৭, ৯ ও ১১ নভেম্বর হবে তিনটি একদিনের ম্যাচ।

চারদিনের ম্যাচে বিসিবি একাদশ স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক, তৌহিদ হৃদয়, জাকের আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ এনামুল হক।

একদিনের ম্যাচের বিসিবি একাদশ স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ