ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের খেলা, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৮ ১৯:৪০:৫৯
এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের খেলা, দেখেনিন ফলাফল

আগের দিনই জয়ের ভিত গড়ে ফেলেছিল বিসিবি একাদশ। যদিও ব্যবধানটা কতটা বাড়িয়ে নিতে পারবেন তারা সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ দিন পর্যন্ত। এই ম্যাচে আগে ব্যাট করে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ দাড় করিয়েছিল বিসিবি একাদশ।

প্রথম ইনিংসে বিসিবি একাদশে হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক মিঠুন। তিনি ৮ ছক্কা ও ১০ চারে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন সাদমান ইসলাম। তিনি ৯ চারে ৮৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর বল হাতে নেমেও আগুন ঝরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারা নামিল নাড়ু একাদশকে গুটিয়ে দিয়েছিলেন মাত্র ৯৩ রানে। রেজাউর রহমান রাজা একাই নেন ৫ উইকেট। তাইজুল ইসলাম নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ২৫৬ রানের বিশাল লিডের পর স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে পাঠায় বিসিবি একাদশ।

লক্ষ্য ছিল তাদের ইনিংস ব্যবধানে হারানো। হয়েছেও তাই। আগেরদিন ১৩৩ রানে নামিল নাড়ু একাদশের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের পথটা বেশ ভালোভাবেই করে রেখেছিল বাংলাদেশের বোলাররা।

চতুর্থ দিন তাদের ইনিংস ২৫২ রানে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। রেজাউর রহমান রাজারা। বিসিবি একাদশের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল। আর রাজার ঝুলিতে গেছে ২ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ