ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শতভাগ ফেক ফিল্ডিং ছিল: আকশ চোপড়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৫ ১৫:৪৬:২১
শতভাগ ফেক ফিল্ডিং ছিল: আকশ চোপড়া

সেই বিতর্কে এবার যোগ দিলেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে ফেক ফিল্ডিং নিয়ে বিশ্লেষণ করার সময় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলেন, বাংলাদেশের অভিযোগ সঠিক ছিল।

আকাশ বলেন, 'হ্যাঁ, ওটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল কারণ যেভাবে সে (কোহলি) বল থ্রো করার ভঙ্গি করেছিল। আম্পায়াররা যদি দেখত, তাহলে আমাদের ৫ রান পেনাল্টি করা হতো এবং আমরা কেবল ৫ রানেই জিতেছি।'

বৃষ্টি পর খেলা শুরু হয় তড়ি-ঘড়ি করে। বৃষ্টি বন্ধ হওয়ার মিনিট দশেকের মধ্যেই খেলা শুরু হওয়ায় আউট ফিল্ড ভেজা ছিল। যার প্রভাব পড়েছে খেলায়। লিটন যেই বলে রান আউট হয়েছেন, সেখানে প্রথম রান পূর্ণ করার পর দৌড়াতে গিয়ে হোঁচট খান এই ওপেনার। এরপর লোকেশ রাহুলের সরাসরি থ্রুতে আউট হয়েছেন লিটন।

তাছাড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বাংলাদেশের লিটন দাস ও নাজমুল হোসেন যখন রানের জন্য দৌড়াচ্ছিলেন, বল হাতে না থাকলেও ফিল্ডিংয়ের ভান করেছিলেন বিরাট কোহলি। ‘ফেক ফিল্ডিং’ অনুসারে যা ৫ রান জরিমানাযোগ্য। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচও হেরেছে ওই ৫ রানেই।

আকাশ বলেন, 'তাই এই জায়গায় আমরা বেঁচে গেছি কিন্তু পরবর্তীতে যদি কেউ এমনটা করে তাহলে আম্পায়াররা আরও বেশি সর্তক থাকবে। বাংলাদেশের অভিযোগ কী সঠিক? হ্যাঁ, তারা ঠিক। তবে কেউ এটা দেখেনি, তাই এখন আর কিছুই করার নেই।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ