ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাবরের স্পেশাল ইনিংস আসছে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৯ ১০:৪৬:৫৯
বাবরের স্পেশাল ইনিংস আসছে

ছন্দে ফিরতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে নেটে প্রায় আড়াই ঘণ্টা ব্যাটিং করেছেন পাক অধিনায়ক। বাবরের কাছ থেকে বিশেষ কিছু দেখতে চোখ রাখতে বলছেন ম্যাথু হেইডেন। পাকিস্তানের ব্যাটিং পরামর্শক মনে করেন, বাবরের ফর্মে ফেরা কেবলই সময়ের ব্যাপার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগের সংবাদ সম্মেলনে হেইডেন বলেন, ‘আমরা জানি, সবার ক্যারিয়ারে উত্থান-পতন থাকে। বাবরের সময় যে খারাপ কাটছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এটাই তাকে আরও বড় খেলোয়াড় করে তুলবে।’

‘সবসময় কেউ সেঞ্চুরি কিংবা ফিফটি বা ১৪০ স্ট্রাইক রেটে রান করে যেতে পারবে না। কিছু মুহূর্ত আসে যখন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। আবহাওয়ার কথাই ধরুন, ঝড়ের আগে প্রায় সময়ই পরিবেশ খুব শান্ত হয়ে যায়। তাই চোখ রাখুন, আমি মনে করি, বাবরের কাছ থেকে খুব বিশেষ কিছু দেখতে চলেছেন।’

বাবরের ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের উদাহরণ টেনেছেন হেইডেন। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম ১০ ম্যাচে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করলেও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েছিলেন গিলক্রিস্ট। এদিকে বাবর ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতেই ভরসা রাখছেন হেইডেন।

তিনি বলেন, ‘বাবর ও (মোহাম্মদ) রিজওয়ান সঠিক এক নম্বর কম্বিনেশন। যদি ২০০৭ সালের বিশ্বকাপের দিকে তাকান, অস্ট্রেলিয়ার অপরাজিত অভিযানে গিলক্রিস্টের সময় খুব একটা ভালো কাটছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের কথা যদি মনে করেন, সে অবিশ্বাস্য সেঞ্চুরি করেছিল এবং তার সামর্থ্যের প্রমাণ দিয়েছিল। বিশ্বকে আরও একবার জানান দিয়েছিল, এই সংস্করণে সেরা ব্যাটসম্যানদের একজন সে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ