ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ১১ অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১২ ১৮:৪৭:০৩
ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ১১ অলরাউন্ডার নিয়ে মাঠে নামবে পাকিস্তান

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগেই পাকিস্তানের ক্রিকেটাররা জানিয়েছিলেন, বিশ্বকাপ জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা। সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে যখন ধাক্কা লাগে, তখনও সুর বদল করেননি বাবর আজমরা। আর সেই দৃঢ় মনোবল, অদম্য মানসিকতা আর হার না মানার অভিপ্রায় নিয়ে পাকিস্তান এখন ফাইনালে।

সেই ফাইনাল জিততে অভিনব এক উপায় খুঁজছে টিম ম্যানেজমেন্ট, চলছে সে অনুযায়ী প্রস্তুতিও। ক্রিকেটে একজন অলরাউন্ডার মানে একাধারে দুই ক্রিকেটার। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-২০, তখন অলরাউন্ডারদের চাহিদাও আকাশচুম্বী। বিশ্বকাপের ফাইনালের আগে পাকিস্তান যেন অলরাউন্ডারে ভরপুর দল হয়ে উঠতে চাইছে। ভারতকে ১০ উইকেটে হারিয়ে উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর অভিপ্রায়ে একদিকে যেমন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা হয়ে উঠেছেন বোলার, তেমনি দলের বোলাররা হয়ে উঠেছেন ব্যাটার!

বিশ্বকাপ ফাইনালের আগে পাকিস্তানের অনুশীলনে এমন দৃশ্যই ধরা পড়ল। শুধু ব্যাটাররাই ব্যাট হাতে ভালো করলে হবে না বা শুধু বোলাররাই বল হাতে ভালো করলে হবে না, সব বিভাগে ভালো করা চাই সবার! এজন্য অনুশীলনে বোলারদের পাঠিয়ে দিলেন ব্যাট করতে। আবার তাদের বল করলেন রিজওয়ান, বাবররা। বাবর ও রিজওয়ান মিলে দীর্ঘক্ষণ বল করেছেন পেস আক্রমণের নেতা শাহীন শাহ আফ্রিদিকে। বাকি বোলাররাও সবাই ব্যাটিং অনুশীলন করেছেন অনেকক্ষণ। এমনকি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ বনে গেলেন বোলিং কোচ, বল হাতে ছিল তাদের তাদের সাথে সারলেন অনেক সলাপরামর্শ।

পাকিস্তানের ক্রিকেটাররা অবশ্য নিজ বিভাগ ছাড়াও অন্য বিভাগে খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে ব্যাটারদের আছে দলকে চাপের মুখে রান এনে দেওয়ার ক্ষমতা। সর্বশেষ এশিয়া কাপে নাসিম শাহর টানা দুই ছক্কায় তা দেখা গেছে। আবার পাকিস্তান সুপার লিগে শাহীন আফ্রিদির ৩৯ রানের অপরাজিত ইনিংস তো এখনও সবার চোখে লেগে আছে।

এদিকে বাবর আন্তর্জাতিক ক্রিকেটে বল না করলেও ঘরোয়া ক্রিকেটে প্রায়ই হাত ঘুরান। ঝুলিতে আছে ২৩টি উইকেট। সবসময় গ্লাভস হাতে থাকে যে রিজওয়ানের, তারও পাঁচটি উইকেট আছে ঘরোয়া ক্রিকেটে। সাকলাইন-ইউসুফরা তাই শুধু শাদাবদের ওপর ভরসা করছেন না, ফাইনালের আগে দলের প্রত্যেককেই যেন অলরাউন্ডার করে তুলতে চাইছেন, যাতে মাঠে নামা যায় ১১ অলরাউন্ডার নিয়ে। অবশ্য বিশ্বকাপ জয়ের জন্য একটু নিয়মের ব্যত্যয় ঘটানো যেতেই পারে!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ