ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘আমাকে বাদ দিলে মেসি সেরা’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৯ ১৫:২০:০২
‘আমাকে বাদ দিলে মেসি সেরা’

দারুণ অবাক লাগে, ১৬ বছর। ফলে তার সঙ্গে আমার সম্পর্ক প্রচণ্ড ভালো। সেই অর্থে বলতে গেলে আমি একেবারে তার ঘরের বন্ধু নই। মানে, এমন একদমই নয় যে আমাদের রোজ ফোনে কথা হয় বা সেরকম কিছু। তবে তাকে আমি প্রচণ্ড সম্মান করি। সেও যেমন সম্মানের সঙ্গে আমাকে নিয়ে কথা বলে।‌ সত্যি আমি তাকে খুবই সম্মান করি।

এমনকি তার স্ত্রী এবং আমার বান্ধবীও একে অপরকে খুবই সম্মান করে। এ ছাড়া আর কী বলব? মেসি আমার চোখে একজন অসাধারণ ফুটবলার।’ মেসি কি বিশ্বের সেরা ফুটবলার? রোনালদোকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাকে বাদ দিলে মেসিই মনে হয় বিশ্বের সেরা ফুটবলার। জিনেদিন জিদান আছেন। তবে আমি যাদের সঙ্গে খেলেছি এবং লড়াই করেছি, তাদের মধ্যে মেসিই সেরা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ