ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসিকে নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২০ ১২:৫৪:০৯
মেসিকে নিয়ে শঙ্কা

টানা ম্যাচের ধকল আর ভ্রমণক্লান্তির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাকী অনুশীলন করেছেন ৩৫ বছর বয়সী তারকা। বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কের খেলা নিয়ে কোনো সংশয় অবশ্য নেই।

এর আগে কাতার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে শুক্রবার দলীয় অনুশীলনে যোগ দেননি মেসি। পরে জানানো হয়, অন্য কয়েকজনের সঙ্গে জিমে অনুশীলন করেন দলের অধিনায়ক। এর আগে অ্যাকিলিস টেন্ডন-এর সমস্যার কারণে নভেম্বরের শুরুতে পিএসজির জার্সিতে একটি ম্যাচে খেলেননি আর্জেন্টাইন তারকা।

তবে আর্জেন্টিনার গণমাধ্যম জানায়, বিশ্বকাপে আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। সেই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে কোনো সংশয় নেই। সি গ্রুপে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ